যমুনা নদীতে হঠাৎ কালীয় নাগ দর্শন বলে ভাইরাল AI নির্মিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওয় কোনও বাস্তব দৃশ্য দেখা যায় বরং সম্পূর্ণ ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের বৃন্দাবনে যমুনা (Yamuna) নদীতে পৌরাণিক কালীয় নাগ (Kaliya naag) দেখা গেছে দাবিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) নির্মিত ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয় নৌকায় সওয়ার কিছু মানুষকে আতঙ্কিত হয়ে পাঁচটি ফণা সহ একটি সাপের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
বুম ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে সেটি এআই দিয়ে তৈরি।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “যমুনা নদীতে কি সত্যিই দেখা গেল কালিয়া নাগ।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওয় দৃশ্যমান অসঙ্গতি: কালীয় নাগ (৫ মাথার নাগ) এবং শেষনাগ (হাজার মাথার নাগ) পৌরাণিক কাহিনীর কাল্পনিক চরিত্র, এদের বাস্তব অস্তিত্বের কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। এছাড়াও, ভাইরাল দাবি সমর্থন করে এধরণের কোনও প্রতিবেদন বুম পায়নি।
ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা ১৪ জানুয়ারি ২০২৫-এ ইউটিউবে আপলোড করা একটি দীর্ঘতর সংস্করণ পাই। ইউটিউবের ভিডিওতে নৌকায় সওয়ার ব্যক্তির অস্বাভাবিক হাত, সাপের অস্পষ্ট মুখ, নৌকার বাইরের জলে কোনও স্রোত না থাকা, জলের অস্বাভাবিক প্রবাহ, সাপের কাছে জলের অস্বাভাবিক গতির মতো বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা যায়।
২. ভিডিওটি এআই নির্মিত: আমাদের অনুসন্ধান থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভাইরাল ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারের উপযুক্ত সরঞ্জামে পরীক্ষা করি। পরীক্ষার ফলাফলে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা পাওয়া যায়।
নিশ্চিত হতে, আমরা ভিডিওটি এআই যাচাইকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করি। হাইভ মডারেশন পরীক্ষা করে জানায়, ভিডিওটির ৯৯.২% কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।






