ফ্যাক্ট চেক
ইদের কেনাকাটা—কলকাতার নিউ মার্কেট না পাকিস্তান?
তেলঙ্গানায় সামাজিক দূরত্ব কিভাবে লঙ্ঘন করা হচ্ছে, তাই দেখাতে ভিডিওটি আগেও ভাইরাল হয়েছিল
Claim
‘আজকে কলকাতার নিউ মার্কেটে ইদের কেনাকাটা’ — এই বলে শেয়ার করা হচ্ছে বাজারে ভিড়ের একটি ভিডিও।
Fact
বুম দেখে ভিডিওটি পাকিস্তানের ফৈজাবাদের আনারকলি বাজারের দৃশ্য। এই সপ্তাহের শুরুতে সেখানে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এই ভিডিওটি আমরা আগেও যাচাই করে দেখে ছিলাম। তখন দাবি করা হয়েছিল, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা সত্ত্বেও হায়দরাবাদের মদিনা বাজারে লোকজনকে ভিড় করে কেনাকাটা করতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে উর্দুতে ‘আনি সুজ’ লেখা একটি দোকানের সাইনবোর্ড দেখা যাচ্ছে। সার্চ করলে দেখা যায়, ‘আনি সুজ’ হল পাকিস্তানের ফাইজাবাদ শহরের আনারকলি মার্কেটে একটি দোকান।
Claim : ভিডিও দেখায় কলকাতার নিউ মার্কেটে ইদের কেনাকাটা
Claimed By : Facebook pages
Fact Check : False