


Claim
‘‘ব্রেকিং নিউজ—সিবিআই বিজেপির এক লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস করেছে। ব্রেকিং নিউজ—মোদীর ৭০ হাজার কোটি টাকার সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত। বিজেপিতে কম্পন।’’ (হিন্দিতে —BREAKING NEWS - BJP का लाख करोड़ का घोटाला CBI के खुलासे से हड़कंप. BREAKING NEWS - मोदी का 70 हजार करोड़ स्विस बैंक खाते में हुआ पर्दाफाश, BJP मे हड़कंप)
Fact
খবরের গ্রাফিকটি ফোটোশপ করা হয়েছে। গুগুল সার্চ করলে দেখা যায় যে, কোনও সংবাদ মাধ্যম ওই ধরনের খবর করেনি। ভুয়ো গ্রাফিকটিকে বিশ্বাসযোগ্য করার জন্য ‘এবিপি নিউজ’র মতো একটি টেমপ্লেট ব্যবহার করা হয়েছে। এবিপি নিউজের প্রাক্তন অ্যাঙ্কার অভিসার শর্মার ছবিও জুড়ে দেওয়া হয়েছে তার সঙ্গে। এবিপি নিউজকে নকল করে তৈরি ভুয়ো গ্রাফিক বুম আগে খণ্ডন করেছে।
To Read Full Story, click here
Next Story