পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কঙ্গনা? ভাইরাল ভুয়ো খবর
বুম দেখে দ্য কুইন্ট ওয়েবসাইটে ২০১৬ সালের ৯ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনকে সম্পাদনা করে ওই ভুয়ো খবরটি তৈরি করা হয়েছে।
একটি সম্পাদনা করা ভুয়ো প্রতিবেদনের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হয়েছে, সংবাদমাধ্যম 'দ্য কুইন্ট' খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদপার্থী হিসাবে বিজেপি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নাম ঘোষণা করেছে। কঙ্গনা রানাউতই নাকি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামবে।
বুম দেখে কঙ্গনা রানাউতকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদপার্থী করা হবে বিজেপির তরফে এরকম কোনও ঘোষণা করা হয়নি।
বুমের তরফে দ্য় কুইন্টের সঙ্গে যোগাযোগ করা হলে ওই সংবাদমাধ্যমের তরফে বিবৃতি দেওয়া হয়,"এই স্ক্রিনশটটি ভুয়ো। কুইন্ট এই ধরণের কোনও প্রতিবেদন প্রকাশ করেনি। এটি আমাদের কালিমালিপ্ত করার একটি ক্ষতিকর প্রচেষ্টা।''
ভাইরাল হওয়া স্ক্রিনশটটি দেখা যায় দ্য কুইন্ট ১২ সেপ্টেম্বর ২০২০ সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে যার ইংরেজিতে শিরোনাম, "বিজেপি কঙ্গনা রানাউতকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে।"
ওই প্রতিবেদনের প্রথম অনুচ্ছেদে আরও লেখা হয়েছে যে, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এই ঘোষনা করেছেন যে কঙ্গনা রানাউত দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন পশ্চিমবঙ্গে।
জাভাস্ক্রিপ্ট, ব্রাউজার ডেভলপার ও ফটোশপের কারিগরি কুশলতা কাজে লাগিয়ে যে কোনও ওয়েবপেজের লেখা সহজেই বদলানো যায়।