দুর্গম সংকীর্ণ রাস্তায় বাসের 'ইউ'-টার্নের ভিডিওটি কম্পিউটারে সম্পাদিত
বুম দেখে ভিডিওটি বাস্তবে কোনও চালকের দুর্গম রাস্তায় বাস চালানোর দৃশ্য নয়। কৃত্রিমভাবে কম্পিউটারে তৈরি করা।
কম্পিউটারে কৃত্রিমভাবে তৈরি দুর্গম পাহাড়ি রাস্তায় বাসের 'ইউ'-টার্ন নেওয়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। নেটিজেনরা ভিডিওটি ফেসবুকে শেয়ার করে চালকের গাড়ি চালানোর প্রশিক্ষণ শেখার স্কুলের ব্যাপারে কৌতুহল প্রকাশ করেছেন।
৫৩ সেকেন্ডের এই ভিডিওর শুরুতে দেখা যায় পাহাড়ি সরু একটি রাস্তায় ডান দিকে দিয়ে একটি বাস আসছে। ছোট্ট কালো রঙের আরেকটি কার সেই বাসকে বিপরীত দিক থেকে অতিক্রম করে। এরপর বাসটি আচমকা খালি রাস্তার মধ্যে 'ইউ'-টার্ন নিতে শুরু করে। এমনকি রাস্তায় ধারে বিপজ্জনক ভাবে চলে আসে। রাস্তায় পাশেই দেখা যায় গভীর খাদ। আগু-পিছু করতে গিয়ে বাসটি ভারসাম্য হারিয়ে দুলতে শুরু করে। এক সময় পিছনের ঝোঁপে ধাক্কা মারে। তার পর অক্ষত হয়ে আবার বাসটি যে দিক থেকে আসছিল সেদিকেই ফিরে যায়।
ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "ড্রাইভার ভদ্রলোক কোথা থেকে লাইসেন্স পেয়েছে খুব জানতে ইচ্ছা করছে।"
God knows from which driving school he learned driving pic.twitter.com/S91Dtnw6wb
— Roop Darak HINDU (@iRupND) June 2, 2020
তথ্য যাচাই
- ১. বাসটি পিছিয়ে এসে ঝোঁপে ধাক্কা দেওয়ার পর এগিয়ে এলেও ঝোঁপঝাঁড়গুলি অক্ষত থাকে।
- ২. বাসটি পিছিয়ে এলে দেখা যায় গাছের ডালপালা গুলি বাসের ছাদের উপরে স্থির হয়ে রয়েছে।
নীচে ছবিতে বৃত্তাকার চিহ্নিত অংশে কৃত্রিম ভিডিওটির অসঙ্গতি তুলে ধরা হলো।