২০১৬ সালের লাঠিপেটা ভিডিওর সঙ্গে সিএনএন নিউজ১৮ জুড়লো চিন-পাকিস্তানকে
বুম দেখে ভিডিওটি ২০১৬'র নভেম্বর থেকে অনলাইনে আছে। কিছু প্রতিবেদনে মালয়েশিয়ার ঘটনা বলা হয়েছে।
সিএনএন নিউজ১৮ সোমবার চার বছরের পুরানো একটি ভিডিওকে সাম্প্রতিক ঘটনা বলে সম্প্রচার করল। মিথ্যে দাবি করল যে, এক জন চিনা ইঞ্জিনিয়র করাচিতে তার পাকিস্তানি ড্রাইভারকে পেটাচ্ছে।
ভারতে যখন চিন বিরোধী আবেগ দ্রুত বাড়ছে, সেই সময়ই এই টেলিভিশন চ্যানেলটি এই ভুল তথ্য পরিবেশন করল। ২০২০ সালের ১৫ ও ১৬ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন।
Graphic Content : Chinese Engineer in Karachi caught on video beating Pakistani driver for submitting fake petrol bill.
— 🇵🇰Zaidu🇵🇰 (@TheZaiduLeaks) June 28, 2020
Engineer from PowerChina Gansu Energy Co came to Pakistan under CPEC.
My Dear Pakistani brothers & sisters we must raise our voice against this this behaviour pic.twitter.com/SuJK72C1TS
If this is true Pakistani Govt should arrest this Chinese national. Do they have the courage? https://t.co/OvPTWgUNCL
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) June 29, 2020
তথ্য যাচাই
আমরা দেখতে পাই ২০১৬ সালের নভেম্বরে এই ভাইরাল ভিডিওটি অনেকেই অন্য ক্যাপশনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।