
মিথ্যে: করোনা জয় করতে নারায়ণা হেলথের ডঃ দেবী শেঠির ২২ জরুরি পরামর্শ
বুমকে নারায়ণা হেলথের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ডঃ দেবী প্রসাদ শেঠি বলেন—তিনি করোনা রুখতে ২২ টি জরুরি পরামর্শের কথা বলেননি।

সোশাল মিডিয়ায় ও বাংলাদেশের গণমাধ্যমের একাংশে নারায়ণা হেলথের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ডঃ দেবী প্রসাদ শেঠির নামে করোনা থেকে বাঁচতে ২২ টি পরামর্শ বলে একটি ভুয়ো সাবধানতার তালিকা প্রকাশ করা হয়েছে। বুম ডঃ দেবী প্রসাদ শেঠির সঙ্গে ইমেলে যোগাযোগ করলে তিনি জানান—কোভিড-১৯ রুখতে এই ধরণের কোনও নিদান দেননি তিনি।
ফেসবুক পোস্টে ডঃ শেঠির ছবি সহ এই ২২ টি পরামর্শের তালিকা ভাইরাল হয়েছে। পোস্টটির শুরুতে লেখা হয়েছে, ''করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের
জন্য ২২ জরুরি পরামর্শ ডাঃ দেবী শেঠির!! করোনাভাইরাস থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠি। পরামর্শগুলো সহজ সরল। মানতে পারলে নিরাপদে থাকা সম্ভব।''
এরপর ওই ফেসবুক পোস্টটিতে ২২ টি পরামর্শের একটি তালিকা দেওয়া হয়েছে। এই পরামর্শের তালিকায় বাইরে বেরনোর সময় বেল্ট, ঘড়ি, আংটি খুলে রাখার যেমন পরামর্শ দেওয়া হয়েছে। তার পাশাপাশি সামাজিক দূরত্ব ও জনবহুল এলাকা যেমন মল ও সিনেমা হলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফেসবুকে আরও অনেকেই এই পোস্টটি শেয়ার করেছেন।
বাংলাদেশের কয়েকটি ওয়েব পোর্টাল ও গণমাধ্যম যেমন 'সিলেট টুডে', 'ডেলি ভোরেরবার্তা', 'রাজশাহী নিউজ', 'বৈশাখী টিভি' এই প্রতিবেদনটিকে প্রকাশ করেছে।
আরও পড়ুন: বিশেষ ট্রেনে যাত্রার সময় পরিযায়ী শ্রমিকদের খাবার অপচয়ের দাবিটি মিথ্যে
তথ্য যাচাই
এই ২২ টি পরামর্শ ডঃ শেঠী কোথাও দিয়েছিলেন কিনা জানতে চেয়ে ইমেল করা হলে তিনি বুমকে জানান তিনি এই ধরণের কোনও পরামর্শ দেননি।
ডঃ শেঠি আরও বলেন, ''এটি ভুয়ো এবং বোকাবোকা। এটা খুবই দুঃখের বিষয় আমরা যা যন্ত্রণা ও ভোগান্তির ভিতর দিয়ে যাচ্ছি কিছু মানুষ এটার সুযোগ নিচ্ছেন।''
বুম ডঃ শেঠির এনডিটিভিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার ও টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রবন্ধ খুঁজে দেখেছে। সেখানে কোভিড-১৯ রুখতে তাঁর নিজশ্ব মতামত ব্যাক্ত করেন।
ডঃ শেঠি ১৩ই মার্চ ২০২০ এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সকলকে বেশিরভাগ সময় বাড়িতে থাকার যেমন পরামর্শ দেন, তেমন ১৬ই মার্চ ২০২০ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রবন্ধে তুলে ধরেন অতীত মহামারীর ভয়ঙ্কর দিক। এই প্রবন্ধে কিছু সাবধনতার কথা উল্লেখ করেন তিনি।
বলাবহুল্য, বুম ভাইরাল বার্তার মতো কোনও ২২ টি জরুরি পরামর্শের তালিকা খুঁজে পায়নি।
আরও পড়ুন: বৃন্দাবনে হিন্দু পুরোহিতের ওপর আক্রমণের ঘটনা মিথ্যে সাম্প্রদায়িক দাবি সমেত প্রচার করা হচ্ছে
Updated On: 2020-05-14T19:15:28+05:30
Claim Review : ডঃ দেবী শেঠির করোনা প্রতিরোধে ২২ টি পরামর্শ
Claimed By : Facebook Pages & News Websites
Fact Check : False
Next Story