হোয়াইট হাউসের কক্ষে শ্রী শ্রী ঠাকুরের তৈলচিত্র?
বুম দেখেছে হোয়াইট হাউসের অন্দরমহলে অনুকূলচন্দ্র চক্রবর্তী তথা শ্রী শ্রী ঠাকুরের এই ছবিটি ফটোশপ করা।
সোশাল মিডিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পুরনো ছবি শেয়ার করে মিথ্যে দাবি করা হয়েছে, হোয়াইট হাউসের অন্দরমহলেরে দেওয়ালে অনুকূলচন্দ্র চক্রবর্তীর ছবি টাঙানো আছে।
অনুকূলচন্দ্র চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুর নামে পরিচিত, দেওঘরে ধর্মীয় সংগঠন সৎসঙ্গের প্রতিষ্ঠাতা তিনি।
ভাইরাল হওয়া ছবিটিতে হোয়াইট হাউসের অন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈঠক করতে দেখা যাচ্ছে। ওই কক্ষের দুই দেওয়ালে শ্রী শ্রী ঠাকুরের দুটি তৈল চিত্রের ছবি দেখা যাচ্ছে।
ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ''মার্কিন রাষ্ট্রপতি ভবনের ভিতরে ঠাকুরের ছবি।''
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকে আরও অনেকে এই ছবি শেয়ার করেছেন।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
রিভার্স ইমেজ সার্চ করে মূল ছবিটি খুঁজে পেয়েছে। সেই ছবিতে আমেরিকার রাষ্ট্রপতিভবন হোয়াইট হাউসের দেওয়ালে শ্রী শ্রী ঠাকুরের কোনও তৈল চিত্রে টাঙানো নেই।
২০১৯ সালের জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। মূল ছবিটি দেখা যাবে পাকিস্তানের গণমাধ্যম ডেইলি পাকিস্তান ও দ্য নিউজের প্রতিবেদনে। নীচে ডেইলি পাকিস্তানের প্রতিবেদনের স্ক্রিনশট দেওয়া হল।
নীচে প্রধানমন্ত্রী ইমরান খান মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ভিডিও দেখতে পারেন। গণমাধ্যম ব্লুমবার্গের এই ভিডিওতে ৩০ মিনিট ১৮ সময়ের পর দেওয়ালের তৈল সব চিত্রগুলি দেখা যায়।