ফ্যাক্ট চেক
মালদার রাস্তায় খানাখন্দের ছবি উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের বলে ভাইরাল
বুম দেখে ছবিগুলি সঙ্গীত রায়ের তোলা, যিনি পশ্চিমবঙ্গের মালদা জেলায় রাস্তার দুরবস্থা তুলে ধরতে ওই ছবিগুলি তুলেছিলেন।
পশ্চিমবঙ্গের মালদায় খানাখন্দময় রাস্তার বিরুদ্ধে প্রচারের ছবি উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের রাস্তার দুরাবস্থার ছবি বলে চালানো হচ্ছেl
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি লোক মাথায় হেলমেট পরে বড় রাস্তায় হওয়া বড়-বড় গর্তের মধ্যে বসে রয়েছে, যার একটিতে সে ধ্যানস্থ মুদ্রায় বসে রয়েছেl সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিকে কেউ-কেউ উত্তরপ্রদেশের পথের দুর্দশার ছবি বলে দাবি করেছে, আবার অন্য কেউ বলেছে, এগুলি ছত্তিশগড়ের বিলাসপুরের রাস্তার চিত্র তুলে ধরেছেl
বুম দেখেছে, এই ছবিগুলি আসলে পশ্চিমবঙ্গের মালদার রাস্তার দুরবস্থার ছবি, যেগুলি তোলা হয়েছে রাজ্যের পথঘাটের শোচনীয় অবস্থার চিত্র তুলে ধরতেl ছবিগুলি তুলেছেন মালদার ইংলিশ বাজার এলাকার সঙ্গীত রায় নামের এক কলেজ ছাত্রl
ফেসবুক ব্যবহারকারীরা এই ছবিগুলি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, "যদিও সরকার 'অচ্ছে দিন' আনবার প্রতিশ্রুতি দিয়েছিল, তবুও তারা নিজেরাই এখন দুর্দিনের সম্মুখীন" l
উত্তরপ্রদেশ কংগ্রেস দলের সহ-সভাপতি পাঁখুরি পাঠকও তাঁর ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেছেনল
गढही में भी नियम क ख्याल बा,
— Pankhuri Pathak पंखुड़ी पाठक پنکھڑی (@pankhuripathak) August 28, 2020
अच्छे दिन वालन क भयल बुरा हाल बा। #गड्ढा_मुक्त_उत्तरप्रदेश pic.twitter.com/rx2GnOJv3v
ছত্তিশগড়ের বিলাসপুর মিরর পত্রিকায় প্রকাশিত একটি ইনস্টাগ্রাম পোস্টকে উদ্ধৃত করে অন্য এক ব্যবহারকারী দাবি করেছেন, এই ছবি বিলাসপুরের রাস্তার দুরবস্থা তুলে ধরেছেl
এই পোস্টটির আর্কাইভ বয়ান দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখেছে, ছবিগুলি আদৌ উত্তরপ্রদেশ বা ছত্তিশগড়ের নয়, বরং পশ্চিমবঙ্গের মালদা জেলারl খোঁজখবর করে আমরা দেখেছি, এই ছবিগুলি বাংলা সংবাদপত্র বর্তমানে ছাপা হয় ২০১৯ সালের ১৯ অক্টোবর, যাতে মালদা জেলার পথঘাটের দুরবস্থার কথা তুলে ধরতে ইংলিশবাজার এলাকার এক কলেজ-ছাত্র নিজে রাস্তার ওই সব খানাখন্দে বসে ছবি তোলেনl
বাংলায় লেখা পত্রিকার ওই প্রতিবেদনে জানানো হয়েছিল, মালদা জেলার বাসিন্দারা সেখানকার পথঘাটের করুণ অবস্থায় খুবই উদ্বিগ্নl আর তার পরেই ইংলিশবাজার এলাকার এক বাসিন্দার তোলা এই ছবিগুলো ভাইরাল হয়l প্রতিবেদনে লেখা হয়ঃ "একটি ছবিতে দেখা যাচ্ছে গৌড়বঙ্গ কলেজের এক ছাত্র একটি অ্যাপ্রোচ রোডের মোড়ের মাথায় একটা বড় গর্তের মধ্যে বসে রয়েছে" l
বাংলাদেশের একটি সংবাদ প্রকাশনা ঢাকা-১৮ -এ ছবির ব্যক্তিটিকে সঙ্গীত রায় বলে শনাক্ত করা হয়l প্রতিবেদনটিতে লেখা হয়, মালদা জেলার ইংলিশবাজার এবং ওল্ড মালদার বাসিন্দারা মহানন্দা সেতুর উপর একটি অ্যাপ্রোচ রোড ভেঙে পড়ার পর এলাকার রাস্তাঘাটের দুর্দশা বিষয়ে খুবই উদ্বিগ্ন বোধ করতে থাকেনl
আমরা সঙ্গীত রায়ের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখি, ২০১৯ সালের অক্টোবরে তিনি এ ধরনের মোট ৬টি ছবি তোলেনl ফেসবুকে সঙ্গীত রায় নিজেকে মালদার ইংলিশবাজারের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেনl
তাঁর ফেসবুক পোস্টের আর্কাইভ করা আছে এখানেl
বাংলায় লেখা এই ছবিগুলির ক্যাপশন ও মন্তব্য থেকেই স্পষ্ট যে, এগুলি পশ্চিমবঙ্গের মালদা জেলারই ছবিl সঙ্গীত রায় নিজে ছবির স্থানগুলিকে বাইপাস রোড, সুকান্ত মোড় ইত্যাদি বলে শনাক্ত করেছেনl বুম যাচাই করে দেখেছে, যে স্থানগুলির নামোল্লেখ করা হয়েছে, সেগুলি সবই পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিতl বেশির ভাগই বাইপাস রোড, মঙ্গলবাড়ি সেতুর উপরl
একটি ছবিতে বেশ কিছু হোর্ডিং এবং অন্যান্য সূত্র থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, জায়গাটি পশ্চিমবঙ্গইl একটি ছবির উপরের বাঁদিকের কোণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি স্পষ্টই দেখা যাচ্ছেl
বুম সঙ্গীত রায়ের সঙ্গে যোগাযোগও করেছে এবং তাঁর উত্তর পাওয়া গেলেই সেই অনুযায়ী এই প্রতিবেদনটি সংশোধন করা হবেl
Claim : উত্তরপ্রদেশের রাস্তায় থাকা খানাখন্দে এক ব্যক্তি হেলমেট পড়ে বসে আছে
Claimed By : Social Media Users
Fact Check : False
Next Story