ফ্যাক্ট চেক
প্রথম দফার নির্বাচনের ভুয়ো বুথ-ফেরতা সমীক্ষায় দেখানো হয়েছে কংগ্রেস এগিয়ে আছে
নির্বাচনী আইন রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস্ অ্যাক্ট, ১৯৫১’র ১২৬-এ ধারায় বুথ-ফেরতা সমীক্ষা নিষিদ্ধ
Claim
প্রথম দফায় ৯১ লোকসভা আসনে নির্বাচনের বুথ-ফেরতা সমীক্ষার পর ‘টাইমস নাও’ জানাচ্ছে কংগ্রেস পেতে পারে ৪৮ আসন, বিজেপি ২৪ এবং ১৯ পাবে অন্যান্যরা।
FactCheck
এপ্রিল ১১, ২০১৯ তারিখে অনুষ্ঠিত লোকসভার প্রথম দফার নির্বাচনের পর ‘টাইমস নাও’-এর করা কোনও বুথ-ফেরতা সমীক্ষা খুঁজে পায়নি বুম। তাছাড়া নির্বাচন কমিশন এপ্রিল ১১, ২০১৯ (প্রথম দফার ভোটদান) থেকে মে ১৯, ২০১৯ (ভোটদানের শেষ দিন) বিকেল ৬.৩০ পর্যন্ত বুথ-ফেরতা সমীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুম ‘টাইমস নাও’-এর প্রধান সম্পাদক রাহুল শিবশঙ্করের সঙ্গে যোগাযোগ করলে উনি তাঁর চ্যানেলের দিক থেকে সে রকম কোনও সমীক্ষা চালানোর কথা অস্বীকার করেন। “এটা একটা দুরভিসন্ধিমূলক জালিয়াতি। টাইমস নাও কোনও বুথ-ফেরতা সমীক্ষা করে নি। আমাদের চ্যানেল নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি মেনে চলে,” বলেন শিবশঙ্কর।