ফ্যাক্ট চেক
ফেক পোস্ট: হারিয়ে যাওয়া শিশুর ছবি ব্যান্ডেল স্টেশনের নয়
একটি ফেসবুক পোস্ট দাবি করেছে যে ব্যান্ডেল রেলওয়ে স্টেশানে একটি বাচ্চাকে পাওয়া গেছে। পোস্ট – টি সম্পূর্ণ ভাবে মিথ্যা।
Claim: বাচ্চাটিকে ব্যান্ডেল রেলওয়ে স্টেশানে পাওয়া গেছে। Fact: একটি উদ্ভিজ্জ বিক্রেতা বাচ্চাটিকে খুঁজে পেয়েছে আতলাদারায়। বাচ্চাটির বয়স ১৬ মাশ। এবং ঘটনাটি ঘটেছে ডিসেম্বর ২০১৭। সোশ্যাল মিডিয়া প্রায়শই নিরুদ্ধেশ লোকেদের সন্ধানে এবং প্রিয়জনদের সাথে তাদের পুনঃসংযোগে সহায়ক হয়েছে। কিন্তু ফেসবুক-এ প্রায়শই এই শুবিধার অপব্যবহার হয়েছে। এটির উদাহরণ হল এই পোস্ট টি। ইউজার শঙ্করী হালদার দাবি করেছেন যে ছবিতে বাচ্চাটি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন এর প্ল্যাটফর্ম নম্বর 1 এ পাওয়া গেছে। পোস্ট ৩ জানুয়ারী শেয়ার করা হয়েছে। পোস্টটি ইতিমধ্যে ২৩৭০০০ বার শেয়ার করা হয়েছে। এবং ৬১৩ টি কমেন্ট আছে । ৭০০০ এর বেশি প্রতীকীরা আছে । ইউজার তার বন্ধুর তালিকায় যতটা সম্ভব তা শেয়ার করে নেওয়ার জন্য মানুষকে আবেদন করেছিল যাতে বাচ্চা তার পিতামাতার সাথে পুনরায় মিলিত হতে পারে। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট এটি অনুমোদন করে। ছবিটি একটি মেয়ের, যাকে কৌশিক গান্ধী, আটলাদারাতে একটি সবজি বিক্রেতা, খুঁজে পেয়েছিল। ভেরাই মাতা মন্দিরের ভবনের সিঁড়ির উপর তাকে পরিত্যক্ত করা হয়। পুলিশ হস্তক্ষেপের পর শিশুটি নিজামপুরে শিশুশ্রমের বাড়িতে হস্তান্তর করা হয়।
তবে, BOOM -এর একটি সত্য যাচাই অন্যথায় প্রমাণিত হয়েছে। আমরা ব্যান্ডেল রেলওয়ে স্টেশন সরকারী রেলওয়ে পুলিশ স্টাফ (জিআরপিএস) এর সাথে ছবিটি যাচাই করেছি। তারা সাম্প্রতিক কালে কনও শিশুকে গ্রহণ করার অস্বীকার করেছে। ব্যান্ডেল স্টেশনের জিআরপিএস কর্মী রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, "এই ঘটনাটি সম্প্রতি ব্যান্ডেল স্টেশনে ঘটেনি। আমরা হারিয়ে যাওয়া এমন কোনও বাচ্চার ব্যেপারে সচেতন নই। " BOOM কর্তৃক আরও একটি তদন্তে দেখা গেছে যে ছবি মূলত ভাদোদার আটলদারা মন্দির থেকে ছিল। Next Story