২০১৭'র খানাখন্দে ভরা বিহারের রাস্তার ছবি বিভ্রান্তিকর ভাবে জিইয়ে উঠল
২০১৭ সালে প্রকাশিত সংবাদের প্রতিবেদক বুমকে জানান ভাইরাল হওয়া ছবিটি বিহারের ভাগলপুরের ৮০ নম্বর জাতীয় সড়কের।
Claim
সোশাল মিডিয়ায় খানাখন্দে ভরা জল জমা রাস্তার পুরনো ছবি বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে কৌতুক সহকারে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘উন্নয়ন হয়নি কে বললো? সরকার প্রতিটা বাড়ির সামনে একটা করে সুইমিং পুল ফ্রি তে দিয়েছে।’’ পশ্চিমবঙ্গে এই মূহুর্তে বর্ষণ চলায় অনেকই ছবিটিকে পশ্চিমবঙ্গের ছবি বলে ভুল করছেন।
Fact
বুম দেখে ভাইরাল হওয়া ছবিটি পশ্চিমবঙ্গের বা অন্য কোনও রাজ্যের সাম্প্রতিক ছবি নয়। ২০১৭ সালের জুন মাসে 'টাইমস অফ ইন্ডিয়া'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছবিটি বিহারের ভাগলপুরে ৮০ নম্বর জাতীয় সড়কের। ভাগলপুর-পিরপাইন্টি-মিরজাচৌকি জাতীয় সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। সাংবাদিক কুমার রাজেশ বুমকে জানান ছবিটি ভাগলপুরে ৮০ নম্বর জাতীয় সড়কেরই। ছবি প্রকাশের তিনদিন পর তৎকালীন উপমুখ্যমন্ত্রী টুইট করে ওই অভিযোগ উড়িয়ে দেন। অন্যান্য গণমাধ্যম উল্লেখ করে বেহাল রাস্তার ছবিটি পুরনো। এবছরের জুলাই মাসে ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করে মিথ্যে দাবি করা ছবিটি রাহুল গাঁধীর সংসদীয় ক্ষেত্র কেরলের ওয়েনাড়ের ছবি, বুম সেসময় ছবিটিকে খণ্ডন করে।