২০১৯ সালে মধ্যপ্রদেশে নারী নির্যাতনের দৃশ্য উত্তরপ্রদেশের বলে ভাইরাল
বুম দেখে মধ্যপ্রদেশের ধর-এ ২০১৯ সালে দলিত প্রেমিকের সঙ্গে এক আদিবাসী মহিলা পালিয়ে গেলে তাঁকে মারধোর করে পরিবারের লোকজন।
Claim
২০১৯ সালে মধ্যপ্রদেশের ধর জেলায় বাড়ির অমতে বিয়ে করায় এক আদিবাসী মহিলার পরিবারের লোকজনের হাতে নিগ্রহ হওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। ১ মিনিট ৭ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে এটি উত্তরপ্রদেশে নারী নির্যাতনের ঘটনা। ফেসবুকে ক্যাপশন লেখা হয়েছে, “উত্তরপ্রদেশের জঙ্গলরাজ চলছে, এই হচ্ছে মোদীর রাজত্বে নারী সুরক্ষিত, যোগী ও মোদী কে ধিক্কার।”
FactCheck
বুম দেখে মহিলাকে শারীরিক ভাবে নিগ্রহ করার ভিডিওটি মধ্যপ্রদেশের ধর জেলার বাগ থানার অধীন গটবরি গ্রামের। ওই আদিবাসী মহিলা পালিয়ে গিয়ে দলিত যুবককে বিয়ে করলে মেয়েটির পরিবারের লোকজন এভাবে লাঠি দিয়ে বেধড়ক মারধোর করে। ২০১৯ সালের ৩০ জুন দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনে নিগ্রহের ছবিটি দেখা যাবে। ওই মহিলাকে নির্যাতনের ভিডিওটি প্রকাশ্যে এলে পুলিশ মেয়েটির ভাই সহ ৭ জনকে গ্রেফতার করে। ভিডিওটির সঙ্গে ধর্ম ও রাজনীতির কোনও যোগ নেই। ২০১৯ সালের জুলাই মাসে বুম ভিডিওটি খণ্ডন করেছিল।