No News Found
- হোম
- »
- ফাস্ট চেক »
- ২০১৯ সালে গুজরাতে...
২০১৯ সালে গুজরাতে দশামা মূর্তির ভিডিও বিভ্রান্তিকর দাবিতে জিইয়ে উঠল
বুম দেখে ২০১৯ সালে গুজরাতের আমদাবাদে দশামা মূর্তিগুলি সবরমতী নদীর দূষণ রোধে ভাসান না করে রাস্তার ধারে সাজিয়ে রাখা হয়।



Claim
২০১৯ সালে নদী দূষণ রুখতে গুজরাতের আমদাবাদে রাস্তার ধারে সাজিয়ে রাখা দশামা মূর্তি জেসিবি দিয়ে সরিয়ে ফেলার দৃশ্যকে বিভ্রান্তিকর দাবি সহ জিইয়ে তোলা হয়েছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “একদিন সবার ভুল ভাঙবে ভগবান কিছুই করতে পারে না।’’
Fact
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০১৯ সালের অগস্ট মাসের। গুজরাটের আমদাবাদে সবরমতী নদীর জলদূষণ রোধে দশামা প্রতিমাগুলি ভাসান না করে রাস্তার ধারে সাজিয়ে রাখা হয়। সে সময় আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার টুইট করে সেকথা জানান। এক টুইটার ব্যবহারকারী সেসময় জেসিবি দিয়ে মূর্তি সরানোর ওই ভিডিওটি টুইট করেন। এই ভিডিওটি ২০১৯ সালে পাকিস্তানে অহিন্দুরা মূর্তির অবমামনা করছে এই ভুয়ো দাবিতে ভাইরাল হয়েছিল। বুম সে সময় ভিডিওটির তথ্য-যচাাই করে।
To Read Full Story, click here
Updated On: 2021-05-10T15:49:53+05:30
Claim : ভিডিওর দাবি মূর্তি ভাঙা হচ্ছে
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story