উত্তরপ্রদেশের হাথরাসের মৃতা নির্যাতিতা বলে সম্পর্কহীন ছবি ফের জিইয়ে উঠল
বুম হাথরাসের মৃতার পরিবারের সঙ্গে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে যোগাযোগ করলে তখনই তাঁরা জানান ছবিতে থাকা মেয়েটি অচেনা।
Claim
আখ ক্ষেতের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুনীর ছবিকে সোশাল মিডিয়ায় উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণে নির্যাতিতার ছবি বলে শেয়ার করা হচ্ছে। ফেসবুকে শেয়ার করা গ্রাফিক্স পোস্টটিতে লেখা রয়েছে, "মনে পরে, উত্তরপ্রদেশের হাথরসে দলিত ধর্ষণ-খুন ও মাঝরাতে পুলিশের দেহ পোড়ানোর ঘটনা?বছর ঘুরলেও যোগী রাজ্যের হাথরস আছে হাথরসেই কিন্তু মেলেনি সুবিচার। বরং ২৪ ঘন্টা সিআরপিএফ দিয়ে গৃহবন্দি করে রেখেছে যোগী সরকার। এই তো নারী নির্যাতনের যোগী শাসনে বিচার ব্যবস্থা!! ধিক্কার যোগীজি, ধিক্কার বিজেপি!!"। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হচ্ছে, "জোর করে মুখ বন্ধ করার চেষ্টা বিজেপির"।
FactCheck
২০২০ সালের সেপ্টেম্বর মাসে হাথরাসের নির্যাতিতা মারা গেলে সোশাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়। বুম সে সময় নির্যাতিতার ভাইয়ের সাথে যোগাযোগ করে। তিনি বুমকে জানান, ওই ছবির মেয়েটি তাঁর বোন নন। তিনি আরও বলেন, তাঁর পরিবারের কোনও সদস্যই ভাইরাল ছবির ওই মেয়েটিকে চেনেন না। বুম স্বাধীনভাবে মেয়েটির পরিচয় শনাক্ত করতে পারেনি, তবে নিশ্চিত হওয়া গেছে ভাইরাল ছবির মেয়েটি হাথরসে প্রয়াত নির্যাতিতা নন। পরিবারে অভিযোগ গণধর্ষণের পর তাঁকে খুনের চেষ্টা করা হয়। এই মামলাটি এখন আদালতের বিচারাধীন। উত্তরপ্রদেশ সরকারের তরফে পরিবারের লোকজনকে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে।