ফাস্ট চেক
গুজরাতে দশামা প্রতিমা সাফাইয়ের ভিডিও বিভ্রান্তিকর দাবিতে ফের ছড়াল
বুম দেখে ২০১৯ সালে গুজরাতের আমদাবাদে দশামা মূর্তিগুলি সবরমতী নদীর দূষণ কমাতে ভাসান না দিয়ে রাস্তার ধারে সাজিয়ে রাখা হয়।
Claim
নদী দূষণ রুখতে গুজরাতের আমদাবাদে রাস্তার দশামা মূর্তি জেসিবি দিয়ে সরিয়ে ফেলার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবি সহ ফের জিইয়ে তোলা হল। ২৯ সেকেন্ডের ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে : "ভাগ্যিস এটা বিজেপির রাজ্যের ঘটনা। অবিজেপি রাজ্যে বিশেষ করে বাংলায় হলে এতোক্ষণ রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে যেতো...।" (ক্যাপশন সম্পাদিত)
FactCheck
বুম দেখে ফেসবুক পোস্টের ভিডিওটি সাম্প্রতিক নয়। গুজরাটের আমদাবাদে ২০১৯ সালের সবরমতী নদী দূষণ রুখতে দশামা প্রতিমাগুলি ভাসান না দিয়ে নদীর পাড়ে রাখা হয়। আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ২০১৯ সালের ১১ অগস্ট টুইট করে বিষয়টি জানান। সেই টুইটের প্রত্যুত্তরে একজন জেসিবি দিয়ে মূর্তি সরানোর ভিডিওটি টুইট করেন। বুম একই ভিডিও ২০১৯ সালের অগস্ট মাসে ভুয়ো দাবি সহ ভাইরাল হলে তার তথ্য-যাচাই করে।
Claim : বিজেপি শাসিত রাজ্যের ঘটনা বলে হিন্দুরা বিপদে পড়বে না
Claimed By : Facebook Post
Fact Check : Misleading