


Claim
২০০৬ সালের নভেম্বর মাসে তৃণমূল কর্মীদের বিধানসভায় বিক্ষোভ দেখানোর ভিডিও বিভ্রান্তিকর দাবি সহ জিইয়ে তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভে ফেটে পড়ার ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘বিজেপির লোকজন এঁকে পাগল করে ছাড়বে।
Fact
ভাইরাল ভিডিওটি ২০০৬ সালের ৩০ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভে ফেটে পড়ার দৃশ্য। টাটা মোটরস ও সিঙ্গুর আন্দোলনের সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের ভেতরের লবি ভাঙচুর করেন। এই ক্লিপটি সেই ঘটনার সামান্য অংশ। সংবাদ প্রতিবেদন অনুযায়ী সিঙ্গুরে প্রবেশ নিষেধের নির্দেশ অমান্য করায় স্থানীয় পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতে হয়, তার প্রেক্ষিতে টিএমসির দলীয় বিধায়াকরা প্রতিবাদ করেন। ভিডিওটি বিভ্রান্তিকর দাবি সহ জিইয়ে তোলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গে রাজনৈতিক সফরের কারণে।
To Read Full Story, click here
Updated On: 2020-12-20T20:30:31+05:30
Claim Review : ভিডিওর দাবি পশ্চিমবঙ্গে অমিত শাহের সফরের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story