আমেরিকার টেক্সাসের ছবিকে বলা হল হল অসমের ডিটেনশন ক্যাম্প-বন্দী নাগরিক
বুম দেখে ভাইরাল ছবিটি অসমের ডিটেনশন ক্যাম্পের নয়, আসল ছবিটি ২০১৯ সালের ১০ জুন আমেরিকার টেক্সাসের ম্যাকেলেন তোলা হয়।
Claim
অসমের ডিটেনশন ক্যাম্পে বন্দি দাবি করে আমেরিকার টেক্সাসের ম্যাকেলেনে একটি ডিটেনশন ক্যাম্পে বন্দী অবৈধ অভিবাসীদের ছবি পুনরায় সোশাল মিডিয়ায় জিইয়ে তোলা হয়েছে। টেক্সাসের ডিটেনশন ক্যাম্পে বন্দী অবৈধ অভিবাসীদের ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "আসামে যারা বিজেপিকে বিশ্বাস করেছিল আজকে তারা ডিটেনশন ক্যাম্পে বন্দী।" (বানান অপরিবর্তিত)
Fact
বুম যাচাই করে দেখে এটি অসমের ডিটেনশন ক্যাম্পের ছবি নয়। মূল ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকেলেনের এক ডিটেনশন ক্যাম্পে বন্দীদের। ফোর্বস-এ পরিয়ায়ীদের নিয়ে লেখা ২০১৯ সালের ২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পায়। সেই সূত্র ধরে গেট্টি ইমেজেসের ওয়েবসাইটে মূল ছবিটিকে খুঁজে পায় বুম। ছবিটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "ম্যাকেলেন, টেক্সাস ১০ জুন: ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের দেওয়া হাতে তোলা ছবিতে ১০ জুন ২০১৯ তারিখে দেখা যায় টেক্সাসের ম্যাকেলেনে আমেরিকা যুক্তরাষ্ট্র সীমান্ত প্যাট্রল ম্যাকেলেন স্টেশনে পরিবারগুলির মাত্রাতিরিক্ত ভিড়। (ছবি সরবরাহ ইন্সপেক্টার জেনারেলের কার্যালয়/ স্থলদেশ নিরাপত্তা বিভাগ ভায়া গেট্টি ইমেজেস)।" একই ভুয়ো দাবিতে ছবিটি ভাইরাল হলে বুম ২০২০ সালের অগস্ট মাসে ছবিটির তথ্য-যাচাই করে।