ভবানীপুর উপনির্বাচন: বিভ্রান্তিকর দাবিতে ছড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের দরগায় প্রার্থনার ছবি
বুম দেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাতের অন্ধকারে দরগায় গিয়ে নামাজ পড়েননি, সন্ধ্যায় সেই প্রার্থনার দৃশ্যটি প্রকাশ্যে লাইভ হয়।
Claim
ভবানীপুর উপনির্বাচনের প্রাক্কালে বিধানসভা ভোটের সময় তোলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে দরগায় গিয়ে প্রার্থনা করার ছবি বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ওই পোস্টে ভুয়ো দাবি করা হয়েছে যে, নন্দীগ্রামে রাতের অন্ধকারে নামাজ পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে শেয়ার হওয়া গ্রাফিক পোস্টটিতে লেখা হয়েছে, “বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা” ও “ভবানীপুর উপনির্বাচনে মমতা” বলে তুলনা টানা হয়েছে। গ্রাফিকটিতে লেখা হয়েছে, “নন্দীগ্রামে রাতের অন্ধকারে দরগা গিয়ে নামাজ পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম নিয়ে রাজনীতি কে করে? বিজেপি। একবালপুর মসজিদের ইমামদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী ফিরাদ। ধর্ম নিয়ে রাজনীতি কে করে? বিজেপি।"
FactCheck
বুম যাচাই করে দেখে পুর প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে একবালপুরে ইমামদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবিটি সত্যি। ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখের ভোট প্রচারের অঙ্গ হিসেবে তিনি সেখানে যান। ১৫ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অধীন সন্ত কুটিয়া গুরুদোয়ারা পরিদর্শন করেন তিনি। কিন্তু বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাতের অন্ধকারে গিয়ে দরগায় নামাজ পড়েছেন দাবিটি বিভ্রান্তিকর। ৮ মার্চ ২০২১ ভর সন্ধ্যায় তিনি দরগায় গিয়ে শুধু প্রার্থনা করেন। ৬ টা ৮ মিনিটে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই প্রার্থনার ভিডিওটি তিনি লাইভ করেন। গণমাধ্যমে বিষয়টি নিয়ে ছবি প্রকাশিত হয়েছে। একই ছবি ২০২১ সালের মার্চ মাসে ছড়িয়ে প্রচার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় গোপনে দরগায় গিয়ে নামাজ পড়েছেন, বুম সে সময় বিষয়টির তথ্য-যাচাই করেছিল।