২০১৯ সালের বামফ্রন্টের ব্রিগেড জনসভার ছবি বিজেপির জনসভা বলে জিইয়ে উঠল
বুম দেখে ভাইরাল ছবিটি বিজেপির জনসভা নয়, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি বামফ্রন্ট আয়োজিত ব্রিগেড মাঠে জনসভার দৃশ্য।
Claim
২০১৯ সালে বামফ্রন্টের ব্রিগেড জনসভার ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। ভিড়ে ঠাসা মাঠভর্তি লোকের উপস্থিতির ওই জনসভার ছবি ফেসবুকে শেয়ার করে বিজেপির জনসভা বলে দাবি করা হয়েছে। বিধানসভা ভোট আবহে ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে"।
FactCheck
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে দেখে ছবিটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত পিপলস ডেসপ্যাচস, পিপলস ডেমক্রেসি এবং সোশাল নিউজ প্রভৃতি ওয়েবসাইট-এর একাধিক প্রতিবেদনে ব্যবহার করা হয়। ছবির বর্ণনায় বলা হয়, ৩ ফেব্রুয়ারি ২০১৯ বামফ্রন্ট নেতৃত্বাধীন কলকাতার ব্রিগেড প্যরাড গ্রাউন্ডে হাজার হাজার বাম সমর্থকদের চিত্র। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রে বিজেপি ও রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বামফ্রন্টের তরফে এই জনসভার আয়োজন করা হয়। একই তথ্যসমেত ছবিটি ইন্ডিয়া কন্টেন্ট ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। বুম এই ছবিটির ২০২১ সালের মার্চ মাসে তথ্যযাচাই করেছিল। সে সময় বিজেপির বিগ্রেড র্যালি—এই ভুয়ো দাবিতে ছবিটি ভাইরাল হয়।