আসানসোল পৌরনিগম সাইনবোর্ডে বাংলা ব্রাত্য? জিইয়ে উঠল কাটছাঁট করা ছবি
বুম দেখে ছবিটি কারসাজি করে কেটে ব্যবহার করা হয়েছে যা দেখে মনে হয় বাংলার বদলে উর্দু ও হিন্দি ভাষাকে প্রধান্য দেওয়া হয়েছে।
Claim
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাইনবোর্ডে বাংলা ভাষা ব্রাত্য, কিন্তু রয়েছে ইংরেজি, উর্দু – এই দাবি সহ একটি গ্রাফিক পোস্ট ফেসবুকে আবার জিইয়ে উঠেছে। সেই গ্রাফিকে সম্পাদনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে, “হিন্দি, উর্দু, ইংলিশ আছে কিন্তু বাংলার গর্বের বাংলা কোথায়? বাংলাকে গুজরাট হতে দেবেন না কিন্তু পাকিস্তান হলে ক্ষতি নেই, বাংলার লজ্জা মমতা।” ছবিটি শেয়ার করে ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বাংলা বিদ্বেষী তৃণমূল।”
FactCheck
বুম তথ্য যাচাই করে দেখে ভাইরাল ছবিটি কাটছাঁট করে শেয়ার করা হচ্ছে, আসানসোল পৌরনিগমের সাইনবোর্ডে হিন্দি, ইংরেজি ও উর্দুর সাথে সাথে পৃথকভাবে উপরে বাংলা ভাষায় পৌর নিগমের নাম লেখা রয়েছে। বুম ওই পৌরনিগমের স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও ও অন্যান্য ছবিতে পৌরনিগমের সাইনবোর্ডে স্পষ্টভাবে বাংলাতে লেখা দেখতে পায়। একই ভুয়ো দাবি সহ ছবি সেপ্টেম্বর মাসে ভাইরাল হলে বুম ওই দাবিকে খন্ডন করে।