ফের ছড়াল হিন্দু ধর্ম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তির ভুয়ো খবর
বুম দেখে ভাইরাল ছবিটি ৭ ডিসেম্বর ২০১৭ প্রকাশিত 'দৈনিক যুগশঙ্খ'-এর প্রতিবেদনের মূল শিরোনাম কাটছাঁট করে তৈরি করা হয়েছে।
Claim
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন "হিন্দুধর্ম মানি না", এই শিরোনাম সহ একটি বাংলা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার সম্পাদিত ছবিকে বিভ্রান্তিকর ভাবে সোশাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে। ছবিটি টুইটারে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, "দেখুন অনেকদিন আগে পিসিমণি কি বলেছিলেন"। ওই একই টুইটকে কোট করে ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপি নেতা তথাগত রায় তাঁর টুইটে লেখেন, “এতে আশ্চর্য হবার কিছু নেই।”
FactCheck
বুম যাচাই করে দেখে ২০১৭ সালের ৭ ডিসেম্বর প্রকাশিত "দৈনিক যুগশঙ্খ" -এর একটি প্রতিবেদনের মূল শিরোনামটি বিকৃত করে ওই ছবিটি সোশাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। মূল শিরোনামটিতে লেখা হয়েছিল, " বিজেপির হিন্দু ধর্ম মানি না: মমতা"। এই একই ছবি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভাইরাল হলে, সেই সময় বুম দৈনিক যুগশঙ্খ এর নির্বাহী সম্পাদক পল্লব বসুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, " মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে 'বিজেপি' কথাটা সরিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে। এইটি সম্পূর্ণরূপে ভুয়ো খবর।" ২০১৭ সালের ৬ ডিসেম্বর তৃণমূলের যুব কংগ্রেস আয়োজিত সংহতি দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বক্তব্যটি পেশ করেন। বুম ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এই ভুয়ো দাবির প্রথম তথ্য-যাচাই করে।