ধর্ষণের সাজা ফাঁসি, রাষ্ট্রপতির ভাষণের ভিডিও বিভ্রান্তি সহ ফের ভাইরাল
বুম দেখে সম্পূর্ণ ভিডিওতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শিশু ধর্ষণ প্রসঙ্গে প্রাণদণ্ড শাস্তি আইন সংশোধনের কথা উল্লেখ করেছেন।
Claim
সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ধর্ষণের সাজা সংক্রান্ত আইন নিয়ে বক্তব্যের এক অংশ ভুয়ো দাবি সহ ভাইরাল হয়েছে। কোবিন্দের বক্তব্যের ওই অংশে বলতে শোনা যায়, "ধর্ষণের মত অপরাধের ক্ষেত্রে সরকার ফাঁসির আইন লাগু করেছে।" ১৯ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “ধর্ষণ করলেই সোজা ফাঁসি..ঘোষণা দেশের মহামান্য রাষ্ট্রপতিজির। ধন্যবাদ কেন্দ্রীয় সরকার।”
FactCheck
বুম “রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্য ধর্ষণকারীর ফাঁসি” কিওয়ার্ড সার্চ করে ইউটিউবে ২০১৯ সালের ৩১ জানুয়ারি প্রচারিত এবিপি নিউজের সম্পূর্ণ সংবাদ বুলেটিনটি খুঁজে পায়। ভিডিওটিতে রাষ্ট্রপতিকে শিশু ধর্ষণের ক্ষেত্রে প্রাণদণ্ড শাস্তির বিধান সম্পর্কে কথা বলতে শোনা যায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হিন্দিতে বলেন, "কোনও নাবালিকার সাথে ধর্ষণের মতো জঘন্য অপরাধের মতো সাজার জন্য সরকার অপরাধীকে ফাঁসি দেওয়ার বিধান করেছে। কিছু রাজ্যে শুনানির পর দোষীদের ফাঁসি সাজা হওয়ায় এইরকমের বিকৃত ধরণের মানসিকতার ব্যক্তিদের কাছে কড়া বার্তা পৌঁছেছে।" কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকে থাকা যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (সংশোধন) আইন, ২০১৯-এ বিষয়টি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। প্রাণহানি, জাতীয় বিপর্যয়, সাম্প্রদায়িক হিংসা প্রভৃতি ক্ষেত্রে শিশুর উপর হওয়া অপরাধের ধরণ অনুযায়ী প্রাণদনণ্ডের নিদান দেওয়া হয়েছে। কিন্তু সার্বিকভাবে ধর্ষণের ক্ষেত্রে প্রাণদণ্ডের নিদানে আইনি শিলমোহর পড়েনি। বুম একই ভিডিও ২০২১ সালের ডিসেম্বর মাসে তথ্য-যাচাই করেছিল।