ফাস্ট চেক
ওড়িশার হকার উচ্ছেদের ভিডিওকে লকডাউনে পুলিশি তৎপরতার ঘটনা বলা হল
মূল ভিডিওটি ওড়িশার ভুবনেশ্বরের। ওই পৌরসভা এলাকার ইউনিট-১ মার্কেটে উচ্ছেদ অভিযানটি চালানো হয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে।
Claim
“এরাই সেই পুলিশ যারা টেবিল-এর নীচে লুকাত”
FactCheck
ফেসবুক পোস্টে পুরনো হকার উচ্ছেদের ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে—এটি সাম্প্রতিক সময়ে লকডাউন চলাকালীন পুলিশি তৎপরতার ভিডিও। মূল ভিডিওটি আসলে ওড়িশার ভুবনেশ্বর পৌরসভা এলাকার ইউনিট-১ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযানের ঘটনা। ২০২০ সালের জানুয়ারি মাসে ওই উচ্ছেদ অভিযানটি চালানো হয়। স্থানীয় সংবাদ চ্যানেলে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। ভিডিওটি এবছরের ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের গুজরাত সফরের সময় হকার উচ্ছেদের ঘটনা বলে ভাইরাল হয়েছিল। বুম সেসময় ভিডিওটি খণ্ডন করে।
Claim : ভিডিওর দাবি লকডাউন চলাকালীন পুলিশ হকারদের উচ্ছেদ করছে
Claimed By : Facebook Post
Fact Check : False