মার্কিন কার্টুনিস্টের কার্টুনে বিজেপিকে বিদ্রূপ? ফের ভাইরাল ভুয়ো দাবি
মার্কিন কার্টুনিস্ট বেন গ্যারিসন বুমকে জানান তিনি ভাইরাল কার্টুনের স্রষ্টা নন।
Claim
সম্প্রতি ফেসবুকে ভাইরাল একটি বিজেপি শাসনকে বিদ্রূপ করা কার্টুন শেয়ার করে দাবি করা হচ্ছে যে কার্টুনটি মার্কিন কার্টুনিস্ট বেন গ্যারিসনের আঁকা। কার্টুনটিতে গায়ের উপর বিজেপির প্রতীক আঁকা একটি গরুকে ভারতের মানচিত্রের আকৃতির একটি পাতা খেতে দেখা যাচ্ছে। বিজেপি হিসাবে দেখানো গরুটিকে দুটি বালতিতে দুধ ও গোবর দিতে দেখা যায়। গরুটির দুধকে আদানি-আম্বানি ও গোবরকে অন্ধ ভক্ত রূপে দেখানো হয়েছে। এই কার্টুনটি ফেসবুকে ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ হিসাবে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "আমেরিকার কার্টুনিস্ট বেন গ্যারিসন ভারতে বিজেপির শাসনের ১০ বছরের অবস্থা এক ছবিতেই স্পষ্ট করে দিয়েছেন ।একেই বলে দূরদর্শিতা।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
Fact
বুম দাবিটির সত্যতা যাচাই করতে কার্টুনটির রিভার্স ইমেজ সার্চ করে দেখে ভাইরাল পোস্টটি অমল মেধির কার্টুন 'মেক ইন ইন্ডিয়া'-কে ফটোশপ করে বদলানো হয়েছে। এই একই পোস্ট ২০১৯ সালে ভাইরাল হলে বুম অমল মেধির সঙ্গে যোগাযোগ করে। সেসময় তিনি জানান, "আমি জানি যে আমার কার্টুন ‘মেক ইন ইন্ডিয়া’ একাধিকবার ফোটোশপে বদলানো হয়েছে। নিজেদের ক্যাম্পেনের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল সে কাজ করেছে। ওই কার্টুনটি আমি তৈরি করি এবং ফেসবুকে চার বছর আগে পোস্ট করি। আমি কোনও খবরের কাগজের সঙ্গে সেটি শেয়ার করিনি। কোনও ম্যাগাজিনেও সেটি ব্যবহার করা হয়নি।” এছাড়াও, আমরা বেন গ্যারিসনের সঙ্গে যোগাযোগ করলে তিনিও জানান এই কার্টুনটি তার আঁকা নয়। আমরা জানতে পারি গ্যারিসনের সব কার্টুনই তার ওয়েবসাইট grrrgraphics.com-এ আছে। উপরন্তু, গ্যারিসনের এক্স হ্যান্ডেলেও পোস্ট করে জানানো হয় তিনি ভারতীয় রাজনীতি নিয়ে কোনো কার্টুন আঁকেননি এবং তাকে ভুলবশত ওই কার্টুনটির জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে। পোস্টটি দেখুন এখানে।