খুনের অভিযোগে দোষী খ্রিস্টিয়ান ফার্নান্ডেজকে নিয়ে ফের ছড়াল ভুয়ো কাহিনী
বুম দেখে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সৎভাই খুনে দোষী আমেরিকার খ্রিস্টিয়ান ফার্নান্ডেজকে নিয়ে করা দাবিটি কাল্পনিক।
Claim
ফেসবুকে ভাইরাল কিছু পোস্টে সম্প্রতি দাবি করা হয়েছে যে ছবিতে দেখতে পাওয়া ১৫ বছরের এক বালককে একটি দোকান থেকে রুটি-চিজ চুরির দায়ে গ্রেফতার করা হয়। বিচারক চুরির কারণ জানতে চাইলে বালকটি জানায় তার মা অসুস্থ ও কর্মহীন এবং তারা অর্থকষ্টে ভুগছে। বালকটি গাড়ি ধোয়ার কাজ করত কিন্তু ছুটি নেওয়ায় তার কাজ চলে যায়। কেউ সাহায্য না করায় তাকে মায়ের জন্য খাবার চুরি করতে হয়। সমস্ত শুনে বিচারক রায় দেন আদালতে উপস্থিত সকলকে দশ ডলার এবং সেই দোকানকে এক হাজার ডলার জরিমানা দিতে হবে। বিচারক নিজেও দশ ডলার জরিমানা দেন এবং সমস্ত জরিমানার টাকা ওই বালককে দিয়ে দেওয়ার আদেশ দেন।
FactCheck
বুম রিভার্স ইমেজ সার্চ করে ফ্লোরিডা টাইমসের একটি প্রতিবেদনে এই ছবিটি খুঁজে পায়। প্রতিবেদনটি থেকে জানা যায় আমেরিকার জ্যাকসনভিলের নাবালক ওই অভিযুক্তের নাম খ্রিস্টিয়ান ফার্নান্ডেজ। ডেইলি মেইলে ১৬ সেপ্টেম্বর ২০১২-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ১২ বছরের খ্রিস্টিয়ান তার ২ বছরের সৎভাইকে বইয়ের আলমারির সঙ্গে মাথা ঠুকে নৃশংসভাবে হত্যা করে। বুম কিওয়ার্ড সার্চ করে জ্যাকসনভিল. (ডট) কম -এর একটি প্রতিবেদনে দেখে খ্রিস্টিয়ানকে প্রাপ্ত বয়স্ক হিসাবে গণ্য করে বিচার হলে বিতর্কের সৃষ্টি হয়। ২০১৮ সালে ১৯ বছর বয়সী খ্রিস্টিয়ান মুক্তি পায়। ছোটবেলায় সে বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় বলেও জানা যায়। বুম বাংলা এই একই দাবির তথ্য যাচাই মার্চ ২০২১-এও করেছিল।