ভুয়ো টুইট: অমিত শাহ সুশান্ত সিংহ রাজপুতকে শোকবার্তায় ক্রিকেটার বলেছেন
ফোটোশপ করা এই টুইট বার্তাটি এর আগে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর নামেও চালানো হয়েছিল।
Claim
১৪ জুন বলিউড চিত্রতারকা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি তাঁকে একজন ক্রিকেটার বলে শোকবার্তাটি টুইট করেছিলেন, এরকম একটি ভুয়ো স্ক্রিনশটের ছবি ভাইরাল হয়েছে। টুইটে অমিত শাহ নাকি লেখেন: “আমি এই তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর জেনে অতিশয় দুঃখিত। উনি বড্ড তাড়াতাড়ি চলে গেলেন! আমি তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ক্রীড়ানুরাগীদের সকলকে আমার গভীর সমবেদনা জানাই।” উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং সোনির নাম-ভূমিকায় অভিনয় করেছিলেন, যে সিনেমাটির নাম ছিল—“দ্য আনটোল্ড স্টোরি’’
Fact
বুম দেখে অমিত শাহের টুইট বলে যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে, সেটি ফোটোশপ করা এবং স্বরাষ্ট্র মন্ত্রী মোটেই প্রয়াত অভিনেতা রাজপুতকে ক্রিকেট খেলোয়াড় বলে ভুল করেননি। একই ধরনের একটি টুইট এর আগে রাহুল গাঁধীর নামে বাজারে ছাড়া হয়েছিল। আমরা সেই টুইটটিও যাচাই করে দেখেছি, রাহুল তাঁর শোকবার্তা জানানো মূল টুইটে সঠিক ভাবেই রাজপুতকে ‘অভিনেতা’ হিসাবেই অভিহিত করেছেন, ‘ক্রিকেটার’ হিসাবে নয়। ভাইরাল হওয়া টুইটের সঙ্গে সেই আসল টুইটটির দিনক্ষণও একই ছিল —১৪ জুন, ২০২০, রাত ৭ টা ৩১ মিনিট, শুধু ‘অভিনেতা’ শব্দটির পরিবর্তে ভাইরাল টুইটে ‘ক্রিকেটার’ শব্দটি বসানো হয়েছিল। অমিত শাহের টুইটে পাঠানো শোকবার্তাটিও দেখে নিতে পারেন এখানে।