টঙ্গার অগ্ন্যুৎপাত বলে ছড়াল জলের নিচে কৃত্রিম আগ্নেয়গিরির বিস্ফোরণ
জলের নীচে আগ্নেয়গিরির বিস্ফোরণের বিধ্বংসী রূপ বোঝাতে ভূবিজ্ঞানীরা ২০১৭ সালে এই কৃত্রিম ভিডিওটি তোলেন।
Claim
জলের নীচে আগ্নেয়গিরির বিস্ফোরণের একটি সিমুলেটেড বা কৃত্রিম ভিডিও সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে সেটি নাকি ১৪ জানুয়ারি, ২০২২ টঙ্গায় হুঙ্গা-টঙ্গা-হাপাই আগ্নেয়গিরি বিস্ফোরণের দৃশ্য। শেয়ার-করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “সমুদ্রের তলায়, টঙ্গা আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখুন। শেষ অবধি কী ঘটে দেখুন।”
FactCheck
বুম দেখে, জলের তলায় আগ্নেয়গিরি বিস্ফোরণের বিধ্বংসী রূপ দেখাতে বিজ্ঞানীরা ওই কৃত্রিম ভিডিওটি তোলেন। ভিডিওটির প্রধান ফ্রেমগুলি আলাদা করে আমরা রিভার্স ইমেজ সার্চ করি। তার ফলে, ২৭ অক্টোবর, ২০১৭ সালে ‘এক্সপ্রেস-এ’ প্রকাশিত একটি খবর আমাদের নজরে আসে। তাতে বলা হয়, “একজন অস্ট্রেলিয়ান ভূবিজ্ঞানী ও প্রযোজকরা, নিউজিল্যান্ডের অকল্যান্ডের উপকূলে জলের নীচে একটি কৃত্রিম আগ্নেয়গিরির বিস্ফোরণের দৃশ্য তৈরি করেন। সেগুলি কতটা বিধ্বংসী হতে পারে, তাই দেখানোই ছিল তাঁদের উদ্দেশ্য।” ওই ভিডিওটি বুম আগে ২০১৯ সালের জুলাই মাসে একবার যাচাই করে ছিল। সেবারও মিথ্যে দাবি সমেত সেটি শেয়ার করা হচ্ছিল।