তেলেগু অভিনেতা রাম চরনের ইসলাম ধর্ম গ্রহণের ভুয়ো খবর জিইয়ে উঠল
বুম দেখে তেলেগু অভিনেতা রাম চরনের ২০০৯ সালে আমিন পীর দরগা দর্শনের সময় তোলা ছবি ভুয়ো দাবি সহ ছড়াচ্ছে।
Claim
তেলেগু সিনেমার অভিনেতা রাম চরন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই ভুয়ো দাবি সহ ফেসবুকে কয়েকটি ছবি জিইয়ে উঠেছে। ভাইরাল পোস্টে ডেইলিমুন ২৪ (Dailymoon24) এই নামের একটি বাংলা ওয়েবসাইটের সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, যার শিরোনাম, “তামিল নায়ক রাম চরন ইসলাম গ্রহণ করেছেন”। স্কিনশটের ছবি শেয়ার করে ফেসবুকে ক্যাপশনে লেখা রয়েছে, “তামিল নায়ক রাম চরণ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ।”
FactCheck
বুম দেখে তেলেগু চলচ্চিত্রের অভিনেতা রাম চরন তেজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে যে খবরটা ভাইরাল হয়েছে তা ভুয়ো এবং ভিত্তিহীন। বুম ডেইলি মুনের প্রতিবেদন যাচাই করে দেখে সেখানে উল্লেখ করা নেই যে তিনি ধর্মান্তরিত হয়েছেন। বুম দেখে এই ছবিগুলি ২০০৯ সালে অভিনেতা রাম চরনের অন্ধ্রপ্রদেশের প্রসিদ্ধ সুফি তীর্থ আমিন পীর দরগা সফরের সময় তোলা হয়েছিল। বুম ওয়ানইন্ডিয়া ও ফিল্মবিটের ওয়েবসাইটে রাম চরনের আমিন পীর দরগা দর্শনের ছবিগুলি খুঁজে পায়। ২০১৯ সালে বাংলাদেশের গণমাধ্যমে রাম চরনের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ভুয়ো খবর ভাইরাল হয়ছিল। বুম সে সময় এই ভুয়ো খবরের তথ্য যাচাই করে।