ঠান্ডা পানীয়তে ইবোলা ভাইরাস মেলার দাবি ফের ছড়াল সোশ্যাল মিডিয়ায়
বুম দেখে হায়দরাবাদ পুলিশের এই বিজ্ঞপ্তি ভুয়ো এবং তারা এই ধরণের কোনও পোস্ট করেনি।
Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঠান্ডা পানীয়ের বোতলে (Cold Drink Bottles) ইবোলা ভাইরাস (Ebola Virus) থাকার বিষয় হায়দরাবাদ পুলিশের (Hyderabad Police) একটি বিজ্ঞপ্তি দেখা যায়। দাবি করা হয় এই ঠান্ডা পানীয়ের বোতল যেমন মজা, থাম্বস আপ, কোকা কোলা, পেপসি, স্প্রাইট এবং এই ধরণের অন্যান্য ব্র্যান্ডের বোতলে ইবোলা ভাইরাস পাওয়া যায়। এই বিজ্ঞপ্তিতে উপস্থিত হায়দরাবাদ পুলিশের উল্লেখ এবং ভারতের সরকারি প্রতীক। বুম দেখে এই ধরণের বিজ্ঞপ্তি হায়দরাবাদ পুলিশ প্রকাশিত করেনি কোনও মাধ্যমেই। এই পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং হোয়াটস্যাপেও ব্যাপক ভাবে শেয়ার করা হয়। এই বিজ্ঞপ্তিতে লেখা,"অনুগ্রহ করে সারা ভারতে হায়দরাবাদ পুলিশ এই তথ্যটি ফরোয়ার্ড করুন। দয়া করে মাজা, কোকো কোলা 7 আপ, থামসআপ, পেপসি, স্প্রাইট ইত্যাদি কোমল পানীয় পান করবেন না। কারণ কোম্পানির একজন কর্মী এতে ইবোলা নামক বিপজ্জনক ভাইরাসের দূষিত রক্ত মেশানো হয়। গতকাল এনডিটিভি চ্যানেলে এ খবর প্রকাশিত হয়। এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিয়ে সাহায্য করুন। ধন্যবাদ।"
FactCheck
বুম এর আগেও ২০২১ সালে এই সংক্রান্ত দাবির তথ্য যাচাই করে। আমরা হায়দরাবাদ পুলিশ তরফে এই ধরণের কোনও বিজ্ঞপ্তির উল্লেখ সংবাদমাধ্যমের প্রতিবেদনে খুঁজে পাইনি। এছাড়াও ১৩ জুলাই, ২০১৯ তারিখে হায়দরাবাদ সিটি পুলিশ তাদের এক্স (প্রাক্তনে টুইটার) প্রোফাইল থেকে একটি টুইট করে জানায় তারা এই ধরণের কোনও সতর্কবার্তা জারি করেনি। তারা সেই পোস্টে লেখে,"সোশ্যাল মিডিয়ায় ঠান্ডা পানীয় নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে এবং হায়দরাবাদ পুলিশের সতর্কবার্তার বিষয়টি ভুয়ো, হায়দরাবাদ পুলিশ এই ধরণের কোনও মেসেজ প্রকাশিত করেনি।" এরপর বুম যোগাযোগ করে হায়দরাবাদ সিটি পুলিশের জনসংযোগ বিভাগের সাথে। জনসংযোগ বিভাগের তরফে বিক্রম দেও আমাদের বলেন,"এই ধরণের কোনও সতর্কবার্তা আমাদের তরফে পাঠানো হয়নি। এই দাবি সম্পূর্ণ ভুয়ো। এছাড়া, এই বিষয়গুলি স্বাস্থ্য বিভাগের এক্তিয়ারে পড়ে, আমাদের নয়।"