এটি আইএএস-এ প্রথম হওয়া মেয়ে ও বাবার হাতে-টানা রিক্সায় চড়ার ছবি নয়
বুম দেখে ভাইরাল হওয়া ছবিটি 'ট্রাভেল ব্লগার' শ্রমণা পোদ্দারের। তিনি কোনও আইএএস আধিকারিক নন।
Claim
কলকাতার ঐতিহ্যপূর্ণ হাতে টানা রিক্সায় এক বৃদ্ধকে চাপিয়ে তা টানার ভঙ্গিমায় চলা এক তরুনীর ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘যে মেয়েটি রিক্সা টানছে সে এবার ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস ( IAS ) পরিক্ষায় প্রথম হয়েছে। যাত্রী তার বাবা। যার অক্লান্ত পরিশ্রমে তার স্বপ্ন পূরণ সম্ভব হয়েছে, তাকে রিক্সায় চড়িয়ে সে শহর প্রদক্ষিণ করে। মেধাবী মেয়েটির বাবার ত্যাগের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান জানানোর এক অভিনব প্রয়াস।’’
FactCheck
ছবিটি ২০১৮ সালের ডিসেম্বর মাসে একই ভুয়ো দাবি সহ ভাইরাল হয়েছিল। সে সময় কংগ্রেস সাংসদর শশী থারুরও টুইট করেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারী শ্রমণা পোদ্দার ২০১৮ সালের এপ্রিল মাসে ছবিটি ইস্টাগ্রামে পোস্ট করেন। বুম শ্রমণার সঙ্গে যোগাযোগ করলে জানান, তিনি কোনও ‘আইএএস টপার’ নন, একজন ট্র্যাভেল ব্লগার—বেড়াতে ভালবাসেন এবং বেড়ানোর অভিজ্ঞতার ছবি ও লেখায় ব্লগ সাজান। ওই সময় শ্রমণা বুমকে বলেন—ছবিটি কয়েক মাস আগে তোলা এবং সে সময়েও এটি ভাইরাল হয়েছিল, কিন্তু তার সঙ্গে এমন উদ্ভট গল্পকথা জোড়া হয়নি। একজন ফোটোগ্রাফার ছবিটি তুলেছিলেন, তবে এটা কোনও বিজ্ঞাপনী প্রচারের অঙ্গ হিসাবে তোলা হয়নি।