টেক্সাসের ডিটেনশন ক্যাম্পের পুরনো ছবি জিইয়ে উঠল অসমের বলে
বুম দেখে ভাইরাল ছবিটি অসমের ডিটেনশন ক্যাম্পের নয়, মূল ছবিটি আমেরিকার ম্যাকেলেন, টেক্সাসে ২০১৯ সালের ১০ জুন তোলা হয়েছিল।
Claim
আমেরিকার টেক্সাসের ম্যাকেলেনে একটি ডিটেনশন ক্যাম্পে বন্দী অবৈধ অভিবাসীদের ছবি পুনরায় বিভ্রান্তিকর ভাবে অসমের ডিটেনশন ক্যাম্পে আটক বন্দীদের ছবি বলে ফেসবুকে জিইয়ে উঠেছে। ভাইরাল গ্রাফিক ছবিতে লেখা রয়েছে, “অসমে যারা বিজেপিকে বিশ্বাস করেছিল আজকে তারা ডিটেনশন ক্যাম্পে বন্দী।” পোস্টটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “অসমে যারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল তারাই আজ বহিরাগত হয়ে গেল। পশ্চিমবঙ্গেও অনেকেই আচ্ছেদিনের লাড্ডু খাবার জন্য ছটফট করছে।”
FactCheck
বুম দেখে এটি অসমের ডিটেনশন ক্যাম্পের ছবি নয়। মূল ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকেলেনের একটি ডিটেনশন ক্যাম্পে বন্দীদের ছবি। বুম ছবিটিকে গুগল রিভার্স সার্চ করে ফোর্বসে পরিয়ায়ীদের নিয়ে ২০১৯ সালের ২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটিকে ব্যবহার করা হয়। বুম সেই সূত্র ধরে গেট্টি ইমেজেস -এ ছবিটি খুঁজে পায়। গেট্টি ইমেজেস-এ ছবিটির ক্য়াপশন লেখা হয়েছে, "ম্যাকেলেন, টেক্সাস ১০ জুন: পরিবারের অতি মাত্রায় ভিড় ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের দেওয়া হাতে তোলা ছবি, টেক্সাসের ম্যাকেলেন আমেরিকার সীমান্ত প্যাট্রল ম্যাকেলেন স্টেশনে ১০ জুন ২০১৯। (গেট্টি ইমেজকে ছবি সরবরাহ ইন্সপেক্টার জেনারেলের কার্যালয়/ স্থলদেশ নিরাপত্তা বিভাগ)"