তিরুপতি বালাজি মন্দির পুরোহিতের বাড়িতে সোনা উদ্ধার ফের ছড়াল ভুয়ো ছবি
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবি তামিলনাড়ুর ভেলোর পুলিশের ২০১৯ সালে এক জস আলুক্কাস শোরুমে চুরি যওয়া গহনা উদ্ধারের ঘটনা।
Claim
২০১৯ সালে তামিলনাড়ুর ভেলোরে জস আলুক্কাসের একটি শোরুমে চুরি যওয়া সোনার গহনার উদ্ধারের ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ তিরুপতি বালাজি মন্দিরের এক পুরোহিতের বাড়িতে আয়কর কর্মীদের হানার ফলে উদ্ধার হওয়া গহনা বলে দাবি করা হচ্ছে। ফেসবুক পোস্টে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া বার্তার স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তায় লেখা ছিল, "গতকাল তিরুপতি বালাজিতে ১৬ জন পুরোহিতের মধ্যে একজন পুরোহিতের বাড়িতে আয়কর কর্মকর্তারা অভিযান চালায়। অভিযানে ১২৮ কেজি সোনা, ১৫০ কোটি টাকা নগদ এবং ৭৭ কোটি টাকার হীরা ধরা পড়ে।" (ক্যাপশন সম্পাদিত)
FactCheck
বুম দেখে ফেসবুকে শেয়ার হওয়া ছবিটি আগেও একই ভুয়ো দাবিতে ভাইরাল হয়েছিল। বুম সেই সময় তথ্য-যাচাই করে দেখে ছবিটি তামিলনাড়ুর ভেলোরে জস আলুক্কাসের একটি শোরুমে ২০১৯ সালে হওয়া চুরি যাওয়া গহনার ছবি। পুলিশ পরে সেই সোনার গয়না উদ্ধার করে। ওই উদ্ধর হওয়া সোনার গহনার ভিডিও ভাইরাল হয়। বর্তমানে ভাইরাল হওয়া ছবি একই ভিডিওর দৃশ্য। বুম ভেলোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এস সুন্দরমমূর্তি ও যুগ্ম পুলিশ সুপার অ্যালবার্ট জনের সঙ্গে সে সময় যোগাযোগ করলে তাঁরা নিশ্চিত করে জানান যে ভাইরাল দৃশ্যের সঙ্গে ছড়ানো দাবিটি ভুয়ো।