অনাথা থেকে পুলিশ? ভুয়ো দাবিতে ফিরল তামিল নায়িকা নিভথা পেঠুরাজের ছবি
বুম দেখে তামিল অভিনেত্রী নিভথা পেঠুরাজ ও পাকিস্তানের পাঞ্জাবের এক অনাথা মেয়ের ছবি জুড়ে ওই কল্পকাহিনী তৈরি করা হয়েছে।
Claim
পরস্পরের সম্পর্কহীন দুটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে, এগুলি তামিলনাড়ুর পুলিশ আধাকারিক নিভথা পেঠুরাজের যিনি কম বয়সে অনাথা হন এবং প্রতিকূলতা পেরিয়ে আজ সফলতা অর্জন করেছেন। ভাইরাল গ্রাফিক পোস্টের ছবিতে এক বাচ্চা মেয়ে ও অন্যটিকে অরেকজন পুলিশ আধিকারিকের বেশে রয়েছেন এক মহিলা। গ্রাফিক পোস্টে লেখা হয়েছে, “কঠোর ও সৎ অধ্যাবসায়ের দ্বারা সাফল্য অজর্ন সম্ভব। গতকালের অনাথ নিভথা পেঠুরাজ আজ তামিলনাড়ুর পুলিশ অফিসার। তোমাকে জানাই স্যালুট।” ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, “অভিনন্দন। ভাগ্যের ব্যাপার অনেক অনেক শুভেচ্ছা রইল!”
Fact
বুম দেখে পুলিশের বেশে মহিলার ছবিটি তামিল অভিনেত্রী নিভথা পেঠুরাজের। কিন্তু তিনি কখনও কোনও সিভিল সার্ভিস পরীক্ষায় বসেননি। পোস্টে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি ২০১৮ সালে নিভথা অভিনীত তামিল চলচ্চিত্র থিমিরু পুড়িচভন থেকে নেওয়া। সিনেমাটি এক পুলিশ অফিসারকে নিয়ে, যে দুষ্কৃতীদের হুমকি উপেক্ষা করে শহরটাকে পাল্টাতে চায়। নিভথা ছবিটিতে পুলিশ ইনস্পেক্টর ম্যাডোনার ভূমিকায় অভিনয় করেছেন। বাচ্চা মেয়ের ছবিটি ব্রিটিশ ফোটোগ্রাফার সোহেল কারমানির। বুম কারমানির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ছবিটি পাঞ্জাবের সাহিওয়ালের এক বস্তির। ২০১৫ সালের ২৮ মার্চ তোলা ওই ছবি দেখা যাবে সোহেল কারমানির ফ্লিকার অ্যাকাউন্টে। বুম এই গ্রাফিক পোস্টটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম তথ্য-যাচাই করে।