ফাস্ট চেক
কর্নাটক হিজাব বিতর্ক: ভুয়ো দাবিতে মডেলের ফোটোশপ করা ছবি ছড়াল
বুম যাচাই করে দেখে এক মডেল তানিয়া জেনার ছবিতে রাজনীতিক নাজমা নাজির চিক্কাননেরেলার মুখ ফোটোশপ করা হয়েছে।
Claim
সোশাল মিডিয়ায় জনতা দল সেকুলার কর্নাটকের সদস্যা নাজমা নাজির চিক্কাননেরেলার ফোটোশপ করা ছবি ভুয়ো দাবিতে ছড়িয়ে বলা হচ্ছে যে, তিনি বাইরে হিজাব ছাড়া ঘোরেন কিন্তু কলেজে পর্দা নিয়ে আন্দোলন করেন। কর্নাটকে হিজাব বিতর্কের আবহে ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, স্কুলে, আল্লাহু -আকবর অর্ পর্দা' অর বাহার উড়াই দিলু বারু গর্দা!
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল হিজাব পরা ছবিটি কর্নাটকের জনতা দল সেকুলার সদস্যা নাজমা নাজির চিক্কাননেরেলার। নাজমা কোনও কলেজের ছাত্রী নন। আর লাল টপ পরা ছবিটিতে নাজমার মুখ ফোটোশপ করে বসানো হয়েছে। আসল ছবিটি মডেল তানিয়া জেনার। ২০১৯ সালের ২৯ মার্চ তানিয়া নিজের ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। বুম আগেই এই ছবি তথ্য-যাচাই করেছে।
Claim : ছবির দাবি কর্নাটকের হিজাব আন্দোলনকারী হিজাব ছাড়া বাইরে ঘোরে
Claimed By : Facebook Post
Fact Check : False