ফাস্ট চেক
Kolkata Police ফোনে নজরদারি চালাচ্ছে আবার ভাইরাল WhatsApp ভুয়ো বার্তা
না, কলকাতা পুলিশ এরকম কোনও নজরদারি করছে না। ২০১৮ সালে থেকে এই ভুয়ো বার্তাটি সম্পর্কে একাধিকবার অবহিত করেছে কলকাতা পুলিশ।
Claim
হোয়াটসঅ্যাপে ছড়ানো ভুয়ো বার্তায় দাবি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে ফোনের কল রেকর্ডিং ও সোশাল মিডিয়ায় নজদারী চালানো হচ্ছে। ওই ভুয়ো বার্তাটি এমন সময় ছড়ানো হচ্ছে যখন হোয়াটসঅ্যাপের বিশেষ আপডেটের পর থেকে নেট নাগরিকরা মনে করছেন তাদের তথ্য গোপনীয়তা খর্ব হচ্ছে।
FactCheck
বুম যাচাই করে দেখে ওই ভাইরাল বার্তাটি ভুয়ো। কলকাতা পুলিশের তরফে ১০ জানুয়ারি টুইট করে জানানো হয় হোয়াটসঅ্যাপে ঘুরপাক খাওয়া ওই বার্তাটি ভুয়ো। এই রকম ভুয়ো খবর ছড়ানোর সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে আইনি তৎপরতা নেওয়া হবে। সাধারণ নাগরিকদের ফোন ট্যাপিং বা আড়ি পাতা কিংবা সোশাল মিডিয়ায় কলকাতা পুলিশের নজরদারি সংক্রান্ত ওই বার্তাটি বেশ কয়েকবছর ধরে হোয়াটসঅ্যাপে ও ফেসবুকে ছড়াচ্ছে। ২০১৮ ও ২০১৯ সালে কলকাতা পুলিশের তরফে ওই গুজবকে খণ্ডন করা হয়, বুম আগেও ওই গুজবের একাধিকবার তথ্যযাচাই করে।
Claim : হোয়াটসঅ্যাপ মেসেজের দাবি কলকাতা পুলিশ ফোনে ও সোশাল মিডিয়ায় রাজ্যবাসীর উপর নজরদারি চালাচ্ছে
Claimed By : WhatsApp Message
Fact Check : False