হামজা বেনদেলাজের ফাঁসি মিথ্যে দাবিতে ফের ছড়াল মাজিদ কাভোওসিফার ছবি
বুম দেখে হ্যাকার হামজা বেনদেলাজের প্রাণদন্ড হয়নি, ভাইরাল ছবিটি ইরানে বিচারক খুনে ফাঁসি হওয়া মাজিদ কাভোওসিফারের।
Claim
দুই ভিন্ন ব্যক্তির একটি ছবির কোলাজ সোশাল মিডিয়ায় ছড়িয়ে মিথ্যে দাবি করা হচ্ছে কম্পিউটার হ্যাকার হামজা বেনদেলাজের প্রাণদণ্ডের ছবি। ছবিদুটির কোলাজ ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে তার সারমর্ম, “...ফাঁসির দড়ি গলায় পরা হামজা বেনদেলাজ। যিনি ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাঝে বিলিয়ে দেন। আদালতে তাঁর ফাঁসির রায় হলে অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন।...”
Fact
বুম যাচাই করে দেখে ফাঁসির দড়ি গলায় ব্যক্তির নাম মাজিদ কাভোওসিফার। ইরানে বিচারককে হত্যার দায়ে ২০০৭ সালে মাজিদ প্রাণদন্ড দেওয়া হয়। অন্য ছবিটি, আলজেরিয়ার কম্পিউটার হ্যাকার হামজা বেনদেলাজের। হামজাকে ২০১৩ সালের ৭ জানুয়ারি মাসে তাইল্যান্ডের পুলিশ গ্রেফতার করে। ছবিটি দেখা যাবে এএফপি ফোরামে। কম্পিউটার হ্যাকার হামজা আমেরিকার ব্যাঙ্কের টাকা হাতিয়ে নিয়ে প্যালেস্তাইনে দান করার ঘটনায় অভিযুক্ত। আলজেরিয়ায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত জোয়ান পোলাসচিক ফরাসি ভাষায় টুইট করে জানান, ''আমেরিকায় কম্পিউটার সংক্রান্ত অপরাধে প্রাণদন্ড শাস্তির নিদান নেই।'' বর্তমানে হামজা কারাগারে রয়েছেন। বুম ২০২১ সালের জানুয়ারি মাসে মাজিদের ছবির সঙ্গে ছড়ানো হামজার প্রাণদণ্ড সংক্রান্ত ভুয়ো তথ্য-যাচাই করেছিল।