ফাস্ট চেক
না, প্রধানমন্ত্রী মোদীর কোলে থাকা মেয়েটি 'চৌকিদার চোর হ্যায়' বলেনি
বুম দেখে আসল ভিডিওটি ২০১৬ সালের। মূল ভিডিওতে ওই বাচ্চা মেয়েটিকে রামায়ণ পাঠ করতে শোনা যায়।
Claim
একটি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোলে থাকা বাচ্চা মেয়েটিকে 'চৌকিদার চোর হ্যায়' বলতে শোনা যাচ্ছে। ভিডিওটিতে লেখা রয়েছে "মন দিয়ে শুনবেন; এই বাচ্চাটিও বলছে"। ছবিটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, "বাহ সাব্বাস বেটা"।
FactCheck
বুম ইউটিউবে কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির ইউটিউব অ্যাকাউন্ট থেকে আপলোড করা ১৯ সেপ্টেম্বর ২০১৬ সালের একটি ভিডিও পাই। আমরা দেখতে পাই ইউটিউবে থাকা ভিডিওটি এবং ভাইরাল ভিডিও একই। আসল ভিডিওটিতে ৩৫ সেকেন্ড থেকে বিশেষভাবে সক্ষম ওই মেয়েটিকে রামায়ণের অংশ পাঠ করতে শোনা যাচ্ছে। ২০১৬ সালে গুজরাতের নভসারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৬৬তম জন্মদিন বিশেষভাবে সক্ষম জনতার সাথে পালন করেন। ভিডিওটি সেই অনুষ্ঠানের সময়ের। ২০১৯ সালে এই সম্পাদিত ভিডিওটি ভাইরাল হলে বুম সেটির তথ্য যাচাই করেছিল।
Claim : ভিডিওটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোলে থাকা মেয়েটিকে 'চৌকিদার চোর হ্যায়' বলতে শোনা যাচ্ছে।
Claimed By : Facebook Posts
Fact Check : False