নাগপুরে মুসলিমদের উপর হামলা বলে ছড়াল বাংলাদেশের পুরনো ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওয় ২০২৩ সালে বাংলাদেশের সিলেটে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে যানবাহন ভাঙচুরের দৃশ্য দেখা যায়।

Claim
রাস্তার মাঝে কয়েকজন লোকের যানবাহন ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়ার একটি ভিডিও সম্প্রতি আবারও ভুয়ো দাবিসহ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীদের একাংশের দাবি, ভিডিওতে মহারাষ্ট্রের নাগপুরে মুসলিম সম্প্রদায়ের উপর বজরং দলের সদস্যদের হামলা করার দৃশ্য দেখা যাচ্ছে। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটির ক্যাপশন হিসেবে লেখেন, "নাগপুরের বজরং দলের জঙ্গি গোষ্ঠীর, মুসলমানদের উপর নির্যাতনের চিত্র বিশ্বের কাছে তুলে ধরার জন্য অনুরোধ রইলো। অবশেষে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী সন্ত্রাসী গুষ্ঠীগুলো মুসলিমদের লক্ষ করে তান্ডব শুরু করে দিয়েছে! বিজেপির দাবী পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে, সুতরাং পশ্চিম বাঙলা থেকে মোল্লাদের তাড়াতে হবে! সেই লক্ষেই হিন্দুত্ববাদী জঙ্গীদের তান্ডব চলছে, আগুন দিচ্ছে মুসলমানদের বাড়ী,ঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে। পথে পথে মুসলমানদেরকে ধরে ধরে মারধর করা হচ্ছে, নিরপরাধ মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মা-বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণের পর তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বিশ্ব মুসলিম এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
FactCheck
ভিডিওটি সম্প্রতি মালদায় সাম্প্রদায়িক সংঘর্ষের দাবি করে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করেছে। আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখি, বাংলাদেশি একটি ফেসবুক পেজে ভিডিওটির দীর্ঘতর সংস্করণ ২৬ নভেম্বর, ২০২৩ তারিখে সিলেটের ঘটনা বলে আপলোড করা হয়েছিল। এরপর সম্পর্কিত কীওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা প্রথম আলো ও ডিবিসি নিউজের নভেম্বর ২০২৩-এর ভিডিও রিপোর্টে ভাইরাল দৃশ্যগুলি দেখতে পাই। প্রতিবেদন অনুসারে, সিলেট শহরে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মশাল মিছিল হয়। সিলেটের সুবিদবাজার এলাকায় মিছিল পৌঁছালে, মশালের আগুন দিয়েই আগুন লাগানো হয় রিকশা, অটো ছাড়াও একটি অ্যাম্বুলেন্সেও। দ্য ডেইলি সিলেট মিররও সেসময় এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।