মদ্যপ অবস্থায় নাচের পুরনো সম্পর্কহীন ভিডিওটি অসমের বিজেপি বিধায়কের নয়
বুম যাচাই করে দেখে সম্পর্কহীন পুরনো ভিডিও শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে তিনি অসমের বিজেপি বিধায়ক।
Claim
সোশাল মিডিয়ায় সম্পর্কহীন এক ব্যক্তির বলিউডের গানের সুরে মদ্যপ অবস্থায় নাচানাচির পুরনো ভিডিও শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে, তিনি অসমের বিজেপি বিধায়ক। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “অসামের বিজেপি বিধায়ক। বিজেপি মানেই অন্যরকম খেলা। ছি ছি বিজেপি। #বেটি_পেড়াও_বেটি_বাঁচাও”
FactCheck
বুম যাচাই করে দেখে ভিডিওটি ২০১৯ সাল থেকে অনালইনে রয়েছে। সে সময় ভিডিওটিকে বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদীর নাচানাচি বলে ভুয়ো দাবি করা হয়। বুম সে সময় সাংসদ সুধাংশু ত্রিবেদীর মুখ ও ভাইরাল ভিডিওর ব্যক্তির মুখের অমিল লক্ষ্য করে। ২০২১ সালের অসমের বিধানসভা নির্বাচনে বিজেপি ৬০ টি আসন পায়। ভিডিওটি সেখানের কোনও বিধায়কের নয়। এই একই ভিডিও কাল্পনিক বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায় বলে বারবার সোশাল মিডিয়ায় ফিরে আসে। বিজেপির ক্ষমতাসীন রাজ্যে অনিল উপাধ্যায় নামে কোনও বিধায়ক নেই।