পুলিশকে এক ব্যক্তির আক্রমণের এই ছবিটি পশ্চিমবঙ্গের নয়
বুম দেখে ২০১৭ সালে মূল ঘটনাটি ঘটে কানপুরে, হাসপাতালে ভর্তি এক মেয়েকে মাদক প্রয়োগের পর ধর্ষণের অভিযোগে ওই বিক্ষোভ হয়।
Claim
উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তির এক পুলিশকর্মীকে নিগ্রহের একটি পুরনো ছবি আবার জিইয়ে উঠল পশ্চিমবঙ্গের ঘটনা বলে। ওই সোশাল মিডিয়া পোস্টের আরও দাবি বিজেপি কর্মী কর্তব্যরত পুলিশকে আক্রমণ করছে। ছবিটি ৮ অক্টোবরের নবান্ন অভিযানের প্রেক্ষিতে ভাইরাল হয়েছে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধের ফলে ওই বিক্ষোভ-মার্চ পরে হিংসার রূপ নেয়।। এরকম একটি পোস্টে হিন্দিতে ক্যাপশন লেখা হয়েছে, “বিজেপি কর্মীরা বয়স্ক পুলিশ আধিকারিকের সঙ্গে সহযোগিতা করছে।’’ (মূল হিন্দিতে: ‘बंगाल में बीजेपी के गुंडे एक बुजुर्ग पुलिस वाले की सहायता करते हुए..)
Fact
বুম দেখে পুলিশকে ওই ব্যক্তির আক্রমণের ঘটনাটি পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত নয়। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরে জাগৃতি হাসপাতালের বাইরে। আইসিউতে একটি মেয়েকে ওয়ার্ড বয় মাদক সেবন করিয়ে ধর্ষণ করার অভিযোগে ওই প্রতিবাদ-বিক্ষোভ হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা পুলিশ আধিকারিকদের উপর চড়াও হয়। ২১ জুন, ২০১৭ দ্য সানে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাবে ছবিটি।