ফাস্ট চেক
ছোটা রাজনের সঙ্গে ছবিতে প্রধানমন্ত্রী মোদী? সম্পাদিত ছবি আবার ফিরে এল
আসল ছবিটি ফোটোশপ করে দেখানোর চেষ্টা হয়েছে যে, প্রধানমন্ত্রী মোদী অপরাধ জগতের ডন ছোট রাজনের সঙ্গে ছবি তুলেছিলেন।
Claim
‘‘গুণ্ডাদলের নেতা ছোট রাজনের সঙ্গে মোদী। পেছনে ডানদিকে দেবেন্দ্র ফড়নবিশ।’’
FactCheck
ভাইরাল ছবিটি ফোটোশপ করা। ওই একই ছবি বুম ভুয়ো বলে খারিজ করেছিল যখন ২০১৯ সালের অক্টোবর সেটি ভইরাল হয়। দাবি করা হয়েছে যে, ছবিটির বাঁদিক ঘেঁষে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি হলেন অপরাধ জগদের পাণ্ডা ছোট রাজন। যে লোকটি নিজের ডান হাত ধরে দাঁড়িয়ে আছেন, তাঁর মুখটা বদলে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকেও ছবিতে দেখা যাচ্ছে, সেই দাবিটিও মিথ্যে। কেবল যে ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িয়ে ধরে আছেন, তার পরিচয় জানা আছে। তিনি হলেন, মোদীর অনেক কালের ঘনিষ্ঠ সুরেশ জানি। ১৯৯৩ সালে, নিউ ইয়র্কের জেএফকে বিমান বন্দরে সুরেশ জানি নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন ।
Claim : ছোটা রাজনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ছবি
Claimed By : Facebook Posts
Fact Check : False