ভারতীয় মন্দিরের স্মারক মুদ্রা বিভ্রান্তিকর দাবি সহ আবার জিইয়ে উঠল
বুমকে এক প্রাচীন মুদ্রা বিশেষজ্ঞ জানান ঔপনিবেশিক যুগের আগের থেকেই মুদ্রাগুলি মন্দিরের প্রতীক রূপে ব্যবহার হত।
Claim
ভারতীয় দেবদেবী রাম, লক্ষণ, সীতা এবং হনুমানজির প্রতিকৃতি খোদাই-করা মুদ্রার ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবিসহ শেয়ার করা হচ্ছে। ছবিগুলি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে," ১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২০০ বছরের পুরনো কয়েন"। (ইংরেজিতে মূল ক্যাপশন: 1818 east India Company 200 year old coin)।
Fact
বুম কে একজন প্রাচীন মুদ্রা বিশেষজ্ঞ জানান, এই মুদ্রাগুলি মন্দিরের প্রতীক মুদ্রা অথবা 'রামটঙ্কা' হিসেবে ব্যবহার করা হত। এই মুদ্রা গুলির কোন অর্থমূল্য ছিল না এবং বাণিজ্যিক বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হত না। এই ধরনের বহু স্মারক মুদ্রা ইন্টারনেটে বিভিন্ন বিপণন ওয়েবসাইটে কিনতে পাওয়া যায়। আমরা রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট ঘেঁটে দেখা পাই ওয়েবসাইটের আর্কাইভে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচলিত এরকম কোন মুদ্রা নেই। এই মুদ্রাগুলি ছবি আগেও সোশাল মিডিয়ায় ভাইরাল হলে বুম একাধিকবার তার তথ্য যাচাই করেছিল।