তিরুপতির পুরোহিতের বাড়ি থেকে সোনা উদ্ধার বলে ছড়াল অসম্পর্কিত ভিডিও
ভেলোর পুলিশ ২০২১ সালে বুমকে নিশ্চিত করে জানায় ভিডিওটি ভেলোরের একটি জস আলুক্কাস দোকান থেকে চুরি যাওয়া গয়নার।
Claim
টেবিলের উপরে থরে থরে সাজানো সোনার গয়নার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবিসহ ফের ভাইরাল হয়েছে। ব্যবহারকারীরা দাবি করেছেন ভিডিওতে দৃশ্যমান সোনা তিরুপতি বালাজি মন্দিরের একজন পুরোহিতের বাড়ি থেকে পাওয়া গেছে। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেছেন, "তিরুপতিতে পুরোহিতের বাড়ি থেকে 128 কেজি সোনা, 150 কোটি টাকা নগদ এবং 70 কেজি হীরা উদ্ধার, আত্মীয়দের মধ্যে যে সম্পত্তি ভাগ করা হয়েছিল তা আলাদা, এটি এমন একটি ব্যবসা যা মানুষের আর্থিক লুট হিসাব করা হয়।!"
FactCheck
বুম ভিডিওটি অন্য একটি দাবির সঙ্গে ২০২১ সালে ভাইরাল হলে আগেও ভিডিওটির তথ্য যাচাই করে। আমরা ভেলোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কে এস সুন্দরমূর্তি ও যুগ্ম পুলিশ সুপার জন অ্যালবার্টের সঙ্গে যোগাযোগ করি। তারা বুমকে নিশ্চিত করে জানান ভিডিওটি জস আলুক্কাসের একটি দোকান থেকে চুরি যাওয়া গয়নার। অ্যালবার্ট আরও বলেন গয়নাগুলি ডিসেম্বর ২১, ২০২১ তারিখে একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছিল। দ্য হিন্দুর প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০২১ সালের একটি প্রতিবেদন থেকে জানা যায় ভেলোর পুলিশ পাল্লিকোন্ডার কুচিপালায়াম গ্রাম থেকে ২৩ বছরের টি কে রমন নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে। প্রতিবেদন থেকে আরও জানা যায় ১৬ কেজি সোনা ও হীরের গয়না তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে যার মূল্য আনুমানিক ১৮ কোটি টাকা।