রাজস্থানে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধোর করার ভিডিও মিথ্যে দাবি সমেত পুনঃপ্রচার করা হচ্ছে
ভিডিওটি রাজস্থানের ভিলওয়ারায় তোলা। কিন্তু সেটিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা বলে চালানো হচ্ছে।
Claim
“এই ভিডিওটি ভারত-বাংলাদেশ সীমান্তে তোলা।” হিন্দিতে লেখা ক্যাপশনে আরও বলা হয় ভিডিওটি বিশ্বের সব প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করা জরুরি। ("इस वीडीओ को पूरे हिन्दूसतान और दुनिया के कोने कोने तक किसी भी जरीये से पहुचाने मे अपना हक अदा करें।। मैंने कर दिया। और आप सोच भी नही सकते जी के आप कितना बड़ा काम कर रहे हो ये वीडियो भारत बंगला देश बार्डर के पास की है ।👇👇👇👇👇")
Fact
আমরা দেখি যে, ভিডিওটি রাজস্থানের ভিলওয়ারায় তোলা হয়। ওই একই ভিডিও অক্টোবর ২০১৯-এও ভাইরাল হয়েছিল। সেই সঙ্গে মিথ্যে দাবি করা হয় যে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা একজন শিখকে পেটায়। আবার অন্য একটি মিথ্যে দাবিতে বলা হয়, ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেওয়ার জন্য মুসলমানরা এক বয়স্ক মানুষকে মারে। সেই সময় স্থানীয় পুলিশ বুমকে জানিয়ে ছিল যে, ঘটনাটিতে কোনও রকম সাম্প্রদায়িক রং নেই। এবং এ ব্যাপারে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।