বাংলাদেশের পুরনো ভিডিও ভারতের বলে প্রচার করা হচ্ছে
বুম দেখে মূল ভিডিওটি ৬ মার্চ ২০২০ বাংলাদেশের চট্টোগ্রামে একটি রাজনৈতিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশের অংশ।
![বাংলাদেশের পুরনো ভিডিও ভারতের বলে প্রচার করা হচ্ছে বাংলাদেশের পুরনো ভিডিও ভারতের বলে প্রচার করা হচ্ছে](https://bangla.boomlive.in/h-upload/2021/03/24/945065-old-video-from-bangladesh.webp)
Claim
বাংলাদেশের চট্টোগ্রামে তোলা একটি ভিডিও নতুন করে শেয়ার করা হচ্ছে, এই মিথ্যে দাবি সমেত যে, পশ্চিমবঙ্গের কোচবিহারে, মুসলমান নেতাদের উত্তেজক ভাষণ দিতে দেখা যাচ্ছে তাতে। ওই ভাষণে বক্তা সাম্প্রদায়িক কথাবার্তা বলেন ও নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘আগুন জ্বালাও প্রত্যেকটি হিন্দু মন্দিরে, দেখুক মোদি সরকার’
FactCheck
বুম দেখে, ভিডিওটি বাংলাদেশের চট্টোগ্রামে তোলা। আমরা ভিডিওটিকে কয়েকটি প্রধান ফ্রেমে ভেঙ্গে, তার একটিকে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। দেখা যায়, ভিডিওটি মার্চ ২০২০ তে ইউটিউবে আপলোড করা হয়। সেটির ক্যাপশনে বলা ছিল, “চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদ হতে ঘোষণা বাংলাদেশের সব মন্দিরে আগুন জ্বালিয়ে দাও,মোদী সরকার দেখুক”। তাছাড়া গুগুল ম্যাপের সাহায্যে আমরা দেখি যে, ভিডিওটি চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদে তোলা হয়েছিল। প্রকাশিত খবর থেকে জানা যায় যে, একই সময়, জামাতে ইসলাম একটি মোদী বিরোধী সভা করে চট্টোগ্রামে ।