রাজস্থানে পুরোহিতের সাথে চিতার সখ্যতা বলে জিইয়ে উঠল আফ্রিকার ভিডিও
বুম দেখে দক্ষিণ আফ্রিকার এক চিতা প্রজনন কেন্দ্রে বন্যপ্রাণী প্রেমিক ডল্ফ সি ভল্কারকে চিতাদের জড়িয়ে ধরে শুতে দেখা যায়।
Claim
দক্ষিণ আফ্রিকায় একাধিক চিতাবাঘকে জড়িয়ে ধরে এক ব্যক্তির ঘুমিয়ে থাকার ভিডিও ফেসবুকে জিইয়ে উঠেছে রাজস্থানের সিরোহি এলাকায় পিপলেশ্বর মহাদেব মন্দিরের একটি ঘটনা বলে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “রাজস্থানের সিরিহোলিনি গ্রামে প্রতি রাতে একটা চিতা সপরিবারে পিপলেশ্বরী মন্দিরে এসে সেই মন্দিরের পুরোহিতের সঙ্গে ঘুমোয়। পুরোহিতের কথায় বন দপ্তর সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড করেছে।”
Fact
বুম যাচাই করে দেখে ভিডিওটি দক্ষিণ আফ্রিকার একটি চিতাবাঘের প্রজনন কেন্দ্রে এক পশুপ্রেমিকের ভিডিও, রাজস্থানের সিরিহোলিনি গ্রামের পিপলেশ্বরী মন্দিরের পুরোহিতের ভিডিও নয়। কিওয়ার্ড সার্চ করে বুম ইউটিউবে ২০১৯ সালে আপলোড করা একটি ভিডিওটি দেখতে পায় এবং জানতে পারে ভিডিওতে পশুপ্রেমী ও বিশেষজ্ঞ ডল্ফ ভল্কার-কে দেখা যাচ্ছে। ভল্কার জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এবং বন্যপ্রাণীদের আচার আচরণ নিয়ে গবেষণা করছেন। ভল্কার একটি চিতা প্রতিপালন কেন্দ্র তৈরী করতে চান তাই দক্ষিণ আফ্রিকায় এসে অভিজ্ঞতা সঞ্চয় করছিলেন।