কলকাতার দূর্গাপূজা মণ্ডপের দৃশ্য ফের অযোধ্যার রাম মন্দির হিসেবে ছড়াল
বুম যাচাই করে দেখে এটি ২০২৩ সালের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা মণ্ডপের ভিডিও, অযোধ্যার রাম মন্দিরের নয়।
Claim
কলকাতার দূর্গাপূজার মণ্ডপের দৃশ্য অযোধ্যার রাম মন্দির হিসেবে ফের ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২২ জানুয়ারী ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে চলা অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করেই ভাইরাল হয় এই ভিডিও, দাবি করা হয় এটি অযোধ্যার রাম মন্দিরের দৃশ্য। একজন ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন,"অযোধ্যার রাম মন্দির এত সুন্দর কেন"। ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায় এই বিশাল কাঠামোটি হল অযোধ্যার রাম মন্দির যার উদ্বোধন হবে ২২ জানুয়ারি ২০২৪ তারিখে এবং এই ব্যক্তি সকলকে অনুরোধ করেন রাম মন্দির সংক্রান্ত ভিডিওগুলি সম্পূর্ণ ভাবে দেখতে। ভিডিওর প্রেক্ষাপটে ভিড়ের আওয়াজ সহ ভক্তির গানও শোনা যায়।
FactCheck
বুম যাচাই করে দেখে এই ভিডিও আসলে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দূর্গাপূজা মণ্ডপের এবং এটির কাঠামো অযোধ্যার রাম মন্দিরের অনুপ্রেরণায় তৈরী করা হয়। এর আগে বুম ২০২৩ সালে এই ভিডিওর একই দাবিতে ভাইরাল হলে তার তথ্য যাচাই করেছিল। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পূজামণ্ডপ সংক্রান্ত বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের সাথে আমরা ভাইরাল ভিডিওর মিল খুঁজে পাই। এরপর বুম সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা কমিটির ক্লাব সম্পাদক সজল ঘোষের সাথে যোগাযোগ করলে তিনি বুমকে নিশ্চিত করেন এটি তাদেরই প্যান্ডেলের দৃশ্য। বিজেপি নেতা সজল ঘোষ বুমকে বলেন,"হ্যাঁ, ভিডিওটি কলকাতার সন্তোষ মিন্ত্র স্কোয়ারের দূর্গাপূজা প্যান্ডেলের।" এই পূজামণ্ডপ সংক্রান্ত বেশ কিছু প্রতিবেদনও আমরা খুঁজে পাই যেখানে বলা হয় পূজামণ্ডপটির উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।