ফাস্ট চেক
রিজার্ভ ব্যাঙ্ক ১০০০ টাকার কয়েন চালু করছে, ফিরে এল এই গুজব
বুম অনুসন্ধান করে দেখছে যে এই কয়েনগুলি আসলে স্মারক হিসাবে প্রকাশ করা হয়েছে, আর্থিক লেনদেনের কাজে ব্যবহার করার জন্য নয়।

Claim
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি ১০০০ টাকার মুদ্রা প্রকাশ করেছে। সেই মুদ্রারই ছবি এগুলি।
Fact
একটি ফেসবুক পোস্টে মিথ্যে দাবি করা হয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১০০০ টাকার মুদ্রা বাজারে এনেছে। দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, ১০০০ টাকার মুদ্রাগুলি তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরের ১০০০ বছর পূর্তির স্মারক হিসাবে প্রকাশ হয়েছে। আর্থিক লেনদেনের কাজে এগুলি ব্যবহার করা যাবে না।
Claim : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি ১০০০ টাকার মুদ্রা প্রকাশ করেছে
Claimed By : FACEBOOK POSTS
Fact Check : False