ভুয়ো দাবিতে ছড়াল ২০১৮ সালে পুলিশকে বিজেপি কাউন্সিলারের মারধরের ভিডিও
বুম দেখে ২০১৮ সালের এই ভিডিওতে পুলিশকে মারধর করছেন উত্তরপ্রদেশের মীরাটের তৎকালীন বিজেপি কাউন্সিলর মনীশ কুমার।
Claim
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একজন বিধায়ক কর্তব্যরত একজন পুলিশ অফিসারকে বেধড়ক মারধর করছেন দাবি করে এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে এক ব্যক্তিকে উর্দিধারী একজন পুলিশকর্মীকে মারধর করতে দেখতে পাওয়া যায়। ভিডিওটি পোস্ট করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "*তৃণমূলের এম এল এ মনসুর মহম্মদের হাতে অন ডিউটি পশ্চিম বঙ্গের পুলিশের যা হাল দেখাচ্ছে তা হলে সাধারন মানুষের অবস্থা যে কী ভালো মতো বোঝা যাচ্ছে।*"
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল এই ভিডিওর সাথে ছড়ান দাবিটি ভুয়ো। ২০১৯ সালে এই ভিডিও অন্য এক ভুয়ো দাবির সাথে ভাইরাল হলে সেসময় বুম তার তথ্য যাচাই করে। আমরা দেখতে পাই ভিডিওতে দেখতে পাওয়া এই ঘটনা ২০১৮ সালের। সেসময় প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী ভাইরাল এই ভিডিও উত্তরপ্রদেশের মীরাটের বিজেপি কাউন্সিলর মনীশ কুমারের মালিকানাধীন একটি রেস্তোরাঁয় তোলা হয়। ওই খবরে বলা হয়, পুলিশ এবং হোটেলের কর্মীদের মধ্যে হওয়া এক ঝগড়া থেকে বাকবিতণ্ডা শুরু হয়। ওই পুলিশের সঙ্গে একজন নারী আইনজীবীও ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয় যে উক্ত ঘটনায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৯৫ এবং ৩৫৪ এর অধীনে মামলা করা হয়েছিল।